Viral

নতুন আধার অ্যাপ: কী আছে, কী ভাবে ব্যবহার করবেন জেনে রাখুন

অনেকেই আধার নম্বর অপরিচিতদের সঙ্গে শেয়ার করতে চান না। সে ক্ষেত্রে এই অ্যাপে কিউআর (QR) কোড জেনারেট বা কিউআর কোড স্ক্যান করার সুবিধা আছে। ফলে কাউকে আধার নম্বর না জানিয়েই আপনি কিউআর কোডের মাধ্যমে প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে পারবেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ২০:২২
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) সম্প্রতি এমআধার অ্যাপের নতুন একটি সংস্করণ লঞ্চ করেছে। যাঁদের আগের অ্যাপটি ছিল, সেটি ডিলিট করে অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য তৈরি নতুন এই অ্যাপটি ইনস্টল করতে হবে।

Advertisement

এই অ্যাপে থাকবে আধার নম্বর, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা ও ছবি। নিচের কয়েকটি টিপ জেনে নিলে এমআধার অ্যাপ ব্যবহার করা আরও সহজ হবে আপনার জন্য। সেই সঙ্গে দেখে নিন নতুন অ্যাপে কী কী ফিচার রয়েছে।

আরও পড়ুন: দুর্গার মুকুট নেওয়ার আগে ক্ষমা চাইছেন ‘চোর’, ভাইরাল ভিডিয়ো

Advertisement

নতুন এমআধার অ্যাপের খুঁটিনাটি। গ্রাফিক: সৌভিক দেবনাথ।

অনেকেই আধার নম্বর অপরিচিতদের সঙ্গে শেয়ার করতে চান না। সে ক্ষেত্রে এই অ্যাপে কিউআর (QR) কোড জেনারেট বা কিউআর কোড স্ক্যান করার সুবিধা আছে। ফলে কাউকে আধার নম্বর না জানিয়েই আপনি কিউআর কোডের মাধ্যমে প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে পারবেন।

আরও পড়ুন: বিএমডব্লুর আগুন নেভাতে এগিয়ে এল মল ভর্তি ট্রাক, ঢেলে দিল বর্জ্য!

এ ছাড়াও অ্যাপের সিকিউরিটি ও আধার ব্যবহারের হিস্ট্রির বিষয়েও নতুন ফিচার যোগ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন