Viral

সহকর্মীর ছেলেকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুলিশ অফিসার!

আরশাদ খানকে শেষশ্রদ্ধা জানাতে যাওয়ার সময় কোলে তুলে নেন আরশাদ খানের চার বছরের ছেলে উবানকে। তারপরেই কান্নায় ভেঙে পড়েন এসএসপি মুঘল।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ২০:৫৩
Share:

সহকর্মীর ছেলে কোলে হাসিব মুঘল। ছবি : টুইটার থেকে নেওয়া।

সহকর্মীর অন্ত্যেষ্টিতে তাঁর সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন এক পুলিশ অফিসার। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

জম্মু কাশ্মীরের অনন্তনাগে বুধবার জঙ্গি হামলায় পাঁচ জওয়ানের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ছিলেন ইনস্পেক্টর আরশাদ খান। জওয়ানদের গুলিতে হামলাকারী দুই জঙ্গির মধ্যে একজনের মৃত্যু হয়। গুরুতর অহত অবস্থায় আরশাদকে ভর্তি করা হয় দিল্লির এমসে। রবিবার তাঁর মৃত্যু হয়। সোমবার শ্রীনগর জেলা পুলিশ লাইনে আরশাদ খানের অন্ত্যেষ্টি সম্পন্ন হয়।

আরশাদ খানের শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পরিবার ও সহকর্মীরা। ছিলেন জম্মু কাশ্মীরের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) হাসিব মুঘল।আরশাদ খানকে শেষশ্রদ্ধা জানাতে যাওয়ার সময় কোলে তুলে নেন আরশাদ খানের চার বছরের ছেলে উবানকে। তারপরেই কান্নায় ভেঙে পড়েন এসএসপি মুঘল। ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। পরে জম্মু কাশ্মীর পুলিশের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয় ছবিগুলি।

Advertisement

আরও পড়ুন : ‘মহিলাদের স্তন কেটে বিক্রি করতাম’

আরও পড়ুন : অভিভাবকের মতো শিশুকে জলের ধার থেকে টেনে আনল পোষা কুকুর

আরশাদ খান অনন্তনাগ শহরের সদর থানায় স্টেশন হাউস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী, দুই ছেলে, মা-বাবা ছাড়াও এক ছোট ভাই রয়েছে। শ্রীনগর শহরের বাসিন্দা আরশাদ খান ২০০২ সালে পুলিশে যোগ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন