Viral video

হেলমেট না পরায় জরিমানা, বাইক আরোহীর এমন অবস্থা হল সান্ত্বনা দিতে এগিয়ে এলেন পুলিশ কর্মী

প্রথমে তিনি নিজেই বাইকটি উল্টে দেন, একবার নয়, দু’ বার করেন এমন। তারপর রাস্তার উপর পড়ে থাকা বাইকের উপর বসে হঠাত্ কাঁদতে শুরু করেন।

Advertisement

সংবাদ সংস্থা

মেরঠ শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ ১৯:৪৬
Share:

জরিমানা হওয়ার পর রাস্তায় বসে কাঁদছেন যুবক। ছবি: টুইটার থেকে নেওয়া।

হেলমেট পরেননি। তাই ট্রাফিক পুলিশ জরিমানার চালান ধরান এক বাইক আরোহীকে। আর তার ফলে তাঁর এমন অবস্থা হয় যে এগিয়ে এসে শেষে সান্ত্বনা দিতে দেখা গেল পুলিশ কর্মীদেরই।

Advertisement

উত্তরপ্রদেশের মেরঠে এক বাইক আরোহী হেলমেট ছাড়াই বেরিয়ে পড়েন। রাস্তায় তাঁকে আটকান কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী। নতুন মোটর ভেহিকল (সংশোধিত) আইন ২০১৯ মেনে বাইক আরোহীর জরিমানা করা হয়। এর পরই অস্বাভাবিক আচরণ করতে থাকেন ওই ব্যক্তি।

প্রথমে তিনি নিজেই বাইকটি উল্টে দেন, একবার নয়, দু’ বার করেন এমন। তারপর রাস্তার উপর পড়ে থাকা বাইকের উপর বসে হঠাত্ কাঁদতে শুরু করেন।

Advertisement

আরও পড়ুন: যাঁরা ধূমপান করেন না তাঁদের জন্য বড় সুবিধা দিচ্ছে এই কোম্পানি, পাবেন অতিরিক্ত...

গোটা এই ঘটনাটি ক্যামেরাবন্দি করে পরে টুইটারে আপলোড করা হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্রন্দনরত ওই যুবককে সেখানে উপস্থিত এক পুলিশ কর্মী সান্ত্বনা দিতে এগিয়ে যাচ্ছেন। তাঁর কাঁধে হাত রেখে কিছু বোঝাচ্ছেন। রাস্তার মাঝে এই ‘নাটক’দেখার জন্য পথচারীরাও জড়ো হয়ে যান। তাঁরা গোল হয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিলেন, আসলে হচ্ছেটা কী।

আরও পড়ুন: দু’কোটির পোর্সা নিয়ে রাস্তায় বেরিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জরিমানার মুখে গাড়ি মালিক

ভিডিয়োটি ২৫ নভেম্বর পোস্ট হয়েছে। তবে টুইট থেকে জানা যায়নি এই কান্নাকাটির পরে বাইকআরোহীর জরিমানা মুকুব হয়েছে কিনা।

দেখুন সেই ছবি:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন