Virender Sehwag

চকোলেট বা স্ট্রবেরি নয়, বরফ জড়ো করে কেক বানিয়ে জন্মদিন পালন জওয়ানের

বরফেই একটি চেয়ারের মতো বসার জায়গা করে দেওয়া হয়েছে। আর তাঁর সামনে একটি বেঞ্চে বরফ জড়ো করা হয়েছে। হাতে একটি ছুরি নিয়ে সেই বরফ জড়ো করা ‘কেক’ কেটে বাকিদের খাওয়াচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুলাই ২০২০ ২০:২৫
Share:

বরফের কেক কেটে জন্মদিন পালন। ছবি: টুইটার থেকে নেওয়া।

সীমানা পারের অনুপ্রবেশকারীদের আটকানো হোক বা দেশের মধ্যে বড় কোনও বিপর্যয়, সব কাজেই সেনাদের দিকে তাকিয়ে থাকেন দেশবাসী। কিন্তু তাঁরা কোন অবস্থায় দায়িত্ব পালন করেন, তা কি সবাই জানেন? দিনের পর দিন সীমান্তে সহযোদ্ধাদের সঙ্গে কাটিয়ে দেন, পরিবারের থেকে দূরে থেকেই। নিজের জন্মদিনটাও পালন করে নিতে হয় সীমানায় ডিউটি করতে করতেই। এমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ

Advertisement

সহবাগের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, তুষারাবৃত এক জায়গাত চার যুবক এক জনকে ঘিরে দাঁড়িয়ে আনন্দে হাততালি দিচ্ছেন। আর মাঝের যুবককে বরফেই একটি চেয়ারের মতো বসার জায়গা করে দেওয়া হয়েছে। আর তাঁর সামনে একটি বেঞ্চে বরফ জড়ো করা হয়েছে। হাতে একটি ছুরি নিয়ে সেই বরফ জড়ো করা ‘কেক’ কেটে যেন বাকিদের খাওয়াচ্ছেন।

ভিডিয়োটির সঙ্গে ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক বসানো হয়েছে। যে পাঁচ জনকে দেখা যাচ্ছে তাঁদের কাছে কোনও অস্ত্রশস্ত্রও নেই। বীরেন্দ্র সহবাগ জানিয়েছেন, এঁরা সেনা কর্মী। তবে কোথায় কবে ভিডিয়োটি রেকর্ড হয়েছে সে প্রসঙ্গে কিছু উল্লেখ করেননি।

Advertisement

আরও পড়ুন: উজ্জ্বল গোলাপি ফুলের মতো জীব চরে বেড়াচ্ছে পাতার উপর, ভিডিয়ো ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন: সঙ্গিনীদের আকৃষ্ট করতে কী করছে দেখুন এই উজ্জ্বল হলুদ রঙের সোনাব্যাঙগুলি​

সহবাগ গতকাল, রবিবার বেলা ১১টা নাগাদ ভিডিয়োটি পোস্ট করেন। পোস্ট করার পরই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, সেনাদের জন্য জন্মদিনে একটা কেকের ব্যবস্থাও করা যায় না?

দেখুন সহবাগের পোস্ট করা ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন