Viral

পোশাক ‘ঠিক’ নেই, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা থেকে মহিলাদের ফিরিয়ে দিলেন আরটিও

এর আগেও মহিলা বা পুরুষদেরও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এমনকি ২০১৮ সালে কয়েকজন ব্যক্তিকে ফেরত পাঠানো হয় তাঁরা লুঙ্গি বা হাফ প্যান্ট পরে এসেছিলেন বলে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ১৪:০৩
Share:

প্রতীকী চিত্র।

ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনও পোশাক বিধি না থাকলেও এক রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (আরটিও) নাকি বলছেন, ‘ঠিকঠাক’ পোশাক পরে আসুন। চেন্নাইয়ের কেকে নগরের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে এমনই অভিযোগ উঠেছে।

Advertisement

এক মহিলা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিনি জিন্‌স ও হাতকাটা টপ পরে গিয়েছিলেন ড্রাইভিং লাইসেন্সের জন্য। কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয়, বলা হয় পোশাক পরিবর্তন করে আসতে। ওই মহিলা জানিয়েছেন, তাঁর ড্রাইভিং লাইসেন্স খুব প্রয়োজন, তাই তিনি বাড়ি থেকে সালোয়ার কামিজ পরে ফিরে যান।

আরও এক মহিলা এমনই অভিযোগ করেছেন। তিনি কেপ্রি পরে গিয়েছিলেন বলে তাঁকেও ফেরত পাঠানো হয়। তিনিও সালোয়ার কামিজ পরে পরীক্ষা দিতে ফিরে যান।

Advertisement

আরও পড়ুন: সহকর্মীর সঙ্গে সম্মতি ভিত্তিক সম্পর্কের জেরে সিইও-কে বরখাস্ত করল ম্যাক ডোনাল্ডস

তবে এই অভিযোগ নতুন নয়। এর আগেও মহিলা বা পুরুষদেরও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এমনকি ২০১৮ সালে কয়েকজন ব্যক্তিকে ফেরত পাঠানো হয় তাঁরা লুঙ্গি বা হাফ প্যান্ট পরে এসেছিলেন বলে।

আরও পড়ুন: ‘প্রাতরাশে আগুন লেগে বিস্ফোরণ’, পাক মন্ত্রীর মন্তব্যে হাসির রোল নেটদুনিয়ায়

যে অফিসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাঁর আধিকারিকরা অবশ্য এর মধ্যে কোনও ভুল দেখতে পাচ্ছেন না। তাঁদের যুক্তি, নিজেদের বা অন্য কোনও অফিসে যাওয়ার সময় মানুষ যদি ঠিকঠাক পোশাক পরে যেতে পারেন তবে এখানে নয় কেন? যাঁরা অন্য ধরনের পোশাক পরে এখানে আসছেন, তাঁদেরও মাথায় রাখা দরকার বিভিন্ন জায়গার বিভিন্ন স্তরের মানুষ এখানে আসেন। তাঁদের যাতে অসুবিধা না হয় সে দিকটি মাথায় রেখেই সঠিক পোশাক পরে আসতে বলা হয় সবাইকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন