Vladimir Putin

মোদীর সঙ্গে কথা পুতিনের

ভারত-চিন সীমান্ত সংঘাত নিয়ে গোড়া থেকেই রাশিয়ার সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ রেখে চলেছে নয়াদিল্লি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুলাই ২০২০ ০৫:৪১
Share:

ছবি সংগৃহীত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Advertisement

ভারত-চিন সীমান্ত সংঘাত নিয়ে গোড়া থেকেই রাশিয়ার সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ রেখে চলেছে নয়াদিল্লি। কোভিড পরিস্থিতির মধ্যেই মস্কো সফর করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। মস্কোর উদ্যোগে ভারত, চিন ও রাশিয়ার ত্রিপাক্ষিক গোষ্ঠী ভিডিয়ো বৈঠকও হয়েছে। এর পর আজ খোদ রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন মোদী। নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোভিড পরবর্তী বিশ্ব ব্যবস্থায় ভারত-রাশিয়া অংশিদারিত্বকে জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে দুই শীর্ষ নেতার। এই বছরের শেষে ভারতে দু’দেশের বার্ষিক সম্মেলন হওয়ার কথা। প্রধানমন্ত্রী সে জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে নয়াদিল্লি আসার আমন্ত্রণ জানিয়েছেন।

সূত্রের খবর, পুতিন ও মোদীর আলোচনায় উঠে এসেছিল ভারত-চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বর্তমান উত্তেজনার প্রসঙ্গও। বিষয়টি নিয়ে সরাসরি মধ্যস্থতা করার প্রস্তাব রাশিয়া কখনওই দেয়নি, যেমনটা দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু কূটনৈতিক সূত্রের দাবি, দু’দেশের সীমান্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে ‘ব্যাক চ্যানেল’ দৌত্যের কাজটি করছে মস্কোই। সেই পরিপ্রেক্ষিতে মোদী-পুতিন সংলাপের বাড়তি গুরুত্ব রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন