Kangana Ranaut

জেলে গিয়ে খুঁজে পাবেন জীবনের মানে, গ্রেফতারির শঙ্কা জানালেন কঙ্গনা

কঙ্গনা এ দিন টুইটারে লেখেন, ‘আমার উপাস্য বীর সাভারকর, নেতা বসু (সুভাষচন্দ্র), ঝাঁসির রানি’।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ১৭:০১
Share:

কঙ্গনা রানাউত। ছবি: ইনস্টাগ্রাম।

জেলে যেতে চান তিনি। বিচার বিভাগের অবমাননার মামলায় অভিযুক্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত শুক্রবার তাঁর এই ‘মনস্কামনা’র কথা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘দ্রুত জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এতে আমার জীবন নতুন মাত্রা পাবে।’

Advertisement

তাঁর জীবনের আদর্শ ব্যক্তিদের কথা বলতে গিয়ে দামোদর বিনায়ক সাভারকর, ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের পাশাপাশি ‘নেতা বসু’ (সুভাষচন্দ্র)-র কথাও এ দিন বলেছেন কঙ্গনা।

সোশ্যাল মিডিয়ায় বিচার বিভাগ সম্পর্কে বিতর্কিত মন্তব্য শেয়ার করার অভিযোগে মুম্বইয়ের বান্দ্রায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। চলতি মাসে কঙ্গনার বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিরোধ-বিদ্বেষ ছড়ানো, রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যকলাপ-সহ নানা অভিযোগ আনেন এক আইনজীবী। বান্দ্রার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই অভিযোগের ভিত্তিতে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন পুলিশকে।

Advertisement

এরপরই বিজেপি ঘনিষ্ঠ অভিনেত্রী বিচার বিভাগের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলে অভিযোগ। যার ভিত্তিতে ফের অভিযোগ দায়ের হয়েছে। প্রসঙ্গত, নয়া কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া কৃষকদের টুইটারে ‘সন্ত্রাসবাদী’ বলায় সম্প্রতি কর্নাটকের একটি আদালতও কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: মাদক জালে এবার কারা, এনসিবি কর্তার মুম্বই সফর ঘিরে জল্পনা বলিউডে

কঙ্গনা এ দিন টুইটারে তাঁর গ্রেফতারির আশঙ্কার কথা লেখেন, ‘ক্যান্ডেল মার্চ গ্যাং, পুরস্কার ওয়াপসি গ্যাং দেখো, ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে এটাই ঘটে। আপনাদের তো কেউ একটা প্রশ্নও করে না। আমার দিকে দেখুন। মহারাষ্ট্রের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইকে আমি জীবনের মানে করেছি। আপনাদের মতো আমি জালিয়াত নই।'

আরও পড়ুন: ভারতের বাতাসেই নোংরা, মোদীর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

আর একটি টুইটে তাঁর মন্তব্য, ‘আমার উপাস্য বীর সাভারকর, নেতা বসু (সুভাষচন্দ্র), ঝাঁসির রানি। আজ সরকার আমাকে জেলে ভরার চেষ্টা করে‌ আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। দ্রুত জেলে গিয়ে আমার আরাধ্যদের মতো দুর্দশার মুখে পড়ব এবং জীবনের নতুন মাত্রা খুঁজে পাব। জয় হিন্দ।’

আরও পড়ুন: বিহার ভোটে প্রচার শুরু নরেন্দ্র মোদী-রাহুল গাঁধীর, তরজায় উন্নয়ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন