Mamata

‘শান্তি না গৃহযুদ্ধ’, কী চায় ওরা? সনিয়ার সঙ্গে দেখা করেই বিজেপিকে তোপ মমতার

তাঁদের বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানতে চাওয়া হলে মমতা বলেন দিল্লিতে এলেই তিনি সনিয়ার সঙ্গে দেখা করেন। রাজীব গাঁধীর সময় থেকেই এই সৌজন্য সাক্ষাৎ চলে আসছে। তবে তাঁদের মধ্যে রাজনীতির কথাও হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ১৭:৫৮
Share:

সংসদে দলীয় কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- পিটিআই

অসমের নাগরিক পঞ্জির খসড়া নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে দশ জনপথ রো়ডে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি বিজেপির উদ্দেশ্যে তোপ দাগেন তিনি। তাঁর প্রশ্ন বিজেপিই স্পষ্ট করতে হবে তাঁরা কী চায়, শান্তি না গৃহযুদ্ধ? নাগরিক পঞ্জি নিয়ে জটিলতার জন্য বিজেপিকে দায়ী করে তিনি বলেন, বিজেপি এখন নার্ভাস, যা খুশি তাই বলছে। ২০১৯-এ ক্ষমতায় আসতে পারবে না জেনেই প্ররোচনার রাজনীতি করছে বিজেপি। তবে তিনি ওই পরম্পরায় বিশ্বাসী নন।

Advertisement

এর আগে দিল্লিতে ১০ জনপথে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সনিয়া গাঁধীর সঙ্গে তাঁর বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও। তাঁদের বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানতে চাওয়া হলে মমতা বলেন দিল্লিতে এলেই তিনি সনিয়ার সঙ্গে দেখা করেন। রাজীব গাঁধীর সময় থেকেই এই সৌজন্য সাক্ষাৎ চলে আসছে। তবে তাঁদের মধ্যে রাজনীতির কথাও হয়েছে। কীভাবে আগামী দিনে একসঙ্গে লড়াই করা যায় সে ব্যাপারে তাঁরা মত বিনিময় করেছেন।

বুধবার দিল্লিতে সংসদ ভবনে গিয়ে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করেন মমতা। তাঁদের মধ্যে প্রায় ২০ মিনিট বৈঠক হয়। যদিও ওই বৈঠকের পর মমতা একে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেন। অসমের নাগরিক পঞ্জির খসড়া নিয়ে সরাসরি বিজেপি’র বিরোধিতার পর আডবাণীর সঙ্গে আজকের এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির ‘বিক্ষুব্ধ’ সাংসদ কীর্তি আজাদও তাঁর সঙ্গে এদিন দেখা করেন। সংসদে তৃণমূলের দলীয় কার্যালয়ে এদিন মমতার সঙ্গে দেখা করতে আসেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, আহমেদ পটেলরা। দেখা করেন দেবগৌড়ার সঙ্গেও। তাঁর সঙ্গে দেখা করেন অন্য ছোট ছোট দলগুলির সাংসদেরা। তাঁদের মধ্যে রয়েছেন লালুকন্যা মিসা। শিবসেনার সঞ্জয় রাউত-সহ অন্য নেতারা। এদিন তাঁর সঙ্গে দেখা করে যান রাজ্যসভার সংসদ জয়া বচ্চনও।

Advertisement

আরও পড়ুন: ‘ঘৃণা ছড়াচ্ছেন মমতা’! অসমে থানায় অভিযোগ বিজেপির

এদিন মমতা দেখা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালের সঙ্গেও। লোকসভা নির্বাচনের আগে সম্ভাব্য জোটের বিষয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: অসম-মেঘালয় সীমান্তে মার খাচ্ছে বাঙালিরা, সংসদে সোচ্চার সুস্মিতা দেব

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন