Election Results

কংগ্রেস পার্টি অফিসে বাজছে ঢোল-পুড়ছে বাজি, বিজেপির অফিস শুনশান!

ছত্তীসগঢ়, রাজস্থানে বেলা বাড়তেই ভিড় কমেছে বিজেপির পার্টি অফিসগুলির সামনে। অন্যদিকে কংগ্রেসর পার্টি অফিসের সামনে উচ্ছ্বাসিত সমর্থকদের ভিড়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৫:২৩
Share:

জয়ের শঙ্খধ্বনি। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

সকাল থেকে টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেলা গড়াতেই পরিষ্কার হতে চলেছে দেশের পাঁচটি রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে কারা। নির্বাচনের ফল পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দলগুলির পার্টি অফিসের সামনের চিত্রটাও বদলে যাচ্ছে।

Advertisement

ছত্তীসগঢ়, রাজস্থানে বেলা বাড়তেই ভিড় কমেছে বিজেপির পার্টি অফিসগুলির সামনে। অন্যদিকে কংগ্রেসর পার্টি অফিসের সামনে উচ্ছ্বাসিত সমর্থকদের ভিড়। সেখানে ফাটানো হচ্ছে বাজি, বিতরণ করা হচ্ছে মিষ্টি।

৯০ আসনের ছত্তীসগঢ় বিধানসভায় ইতিমধ্যেই ম্যাজিক ফিগারের থেকেও বেশি আসন পেয়েছে কংগ্রেস। ১৫ বছরের পর বিজেপির রমন সরকারের পতন হল সেখানে।

Advertisement

ফল বেরনোর পর ছত্তীসগঢ়ের রায়পুরে শুনশান বিজেপির পার্টি অফিস। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

ছত্তীসগঢ় জয়ের পর কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস। ছবি এএনআইয়ের সৌজন্যে।

রাজস্থানের চিত্রটাও একই রকমের। সেখানেও বিজেপির বসুন্ধরা রাজেকে সরিয়ে সরকার গঠনের পথে কংগ্রেস।

রাজস্থানের জয়পুরে বিজেপির রাজ্য পার্টি অফিস। ছবি এএনআইয়ের সৌজন্যে।

সচিন পাইলটের ছবি নিয়ে রাজস্থানের জয়পুরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

তবে এখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে মধ্যপ্রদেশে। ম্যাজিক ফিগারের আশেপাশে সাপ লুডোর খেলা চলছে বিরোধী কংগ্রেস ও ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা বিজেপির মধ্যে। স্বাভাবিক ভাবেই সে রাজ্যের কংগ্রেসের কর্মীরা যতটা উত্সাহিত, বিজেপি কর্মীরা ততটাই হতাশ।

মধ্যপ্রদেশের ইন্দোরে চলছে ভোট গণনা। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

নেতার কাটআউট নিয়ে মধ্যপ্রদেশের ভোপালে কংগ্রেসের কর্মী সমর্থকরা। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

অন্যদিকে তেলঙ্গানায় দ্বিতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি। দ্বিতীয় স্থানে কংগ্রেস-টিডিপি জোট থাকলেও অনেক পিছিয়ে রয়েছে তারা।

জয়ের পর হায়দরাবাদে টিআরএস সমর্থকরা। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

মিজোরাম ৪০ আসনের বিধানসভায় ইতিমধ্যেই একক সংখ্যাগরিষ্ঠ হয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। তাদের পার্টি অফিসে ইতিমধ্যেই শুরু হয়েছে মিষ্টি বিতরণ।

মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্টের সদর দফতরে চলছে মিষ্টি বিতরণ। ছবি এএনআইয়ের সৌজন্যে।

ক্ষমতার কেন্দ্রবিন্দু নয়াদিল্লির ছবিটাও অনেকটা একই রকম। সেখানে কংগ্রেসের সদর দফতরের সামনে যখন কর্মী সমর্থকদের ভিড়, তখন বিজেপির সদর দফতর অনেকটাই ফাঁকা ফাঁকা।

নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে নেই সমর্থকদের ভিড় । ছবি পিটিআইয়ের সৌজন্যে।

বিজেপি সদর দফতরের উল্টো ছবি নয়াদিল্লির কংগ্রেস সদর দফতরের সামনে। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

শুধু এই পাঁচ রাজ্যে নয়। এই লোকসভা ফলের দিকে নজর রয়েছে গোটা দেশের। তাই কংগ্রেসের জয়ে উচ্ছ্বসিত হতে দেখা যাচ্ছে কলকাতা ও পাটনার কংগ্রেস কর্মীদেরও।

পাটনায় মিষ্টি বিতরণ করছে কংগ্রেস সমর্থকরা। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদেরদেশবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন