জম্মু-কাশ্মীরে ‘অপারেশন নাদের’ অভিযানে নিরাপত্তাবাহিনী। —ফাইল ছবি।
শোপিয়ানের পর এ বার পুলওয়ামা। বৃহস্পতিবার ত্রালের নাদের গ্রামে অভিযান চালিয়ে তিন জইশ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী। গোপন সূত্র মারফত ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় তারা। এর পরেই ভোরে অবন্তীপোরার ত্রালে শুরু হয় ‘অপারেশন নাদের’ অভিযান। সেখানে গুলির লড়াইয়ে নিহত হয় তিন জঙ্গি।
ইতিমধ্যেই তিন জঙ্গির নাম-পরিচয় জানা গিয়েছে। সূত্রের খবর, তিন জঙ্গির নাম আসিফ আহমেদ শেখ (২৮), আমির নাজ়ির ওয়ানি (২০) এবং ইয়াওয়ার আহমেদ ভাট। তিন জনেই পুলওয়ামার বাসিন্দা। আসিফ জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। সে অবন্তীপোরার জেলা কমান্ডার। ২০২২ সাল থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত আসিফ। আমির ২০২৪ সাল থেকে পুলওয়ামায় বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। ইয়াওয়ারও তা-ই। সে-ও গত বছর থেকেই পুলওয়ামায় সক্রিয়।
প্রসঙ্গত, গত ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে এটি দ্বিতীয় ‘এনকাউন্টার’ বা গুলির লড়াইয়ের ঘটনা। মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল তিন জঙ্গির। প্রথমে কুলগাঁওয়ে ওই অভিযান শুরু হয়েছিল, যা পরে শোপিয়ানের দিকে সরে আসে। হত তিন জঙ্গির মধ্যে দু’জন হল শাহিদ কুট্টে এবং আদনান সফি। দু’জনেই সন্ত্রাসবাদী সংগঠন লশকর-এ-ত্যায়বার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
পহেলগাঁও কাণ্ড-পরবর্তী সময়ে জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। তবে ওই হত্যালীলায় জড়িত কোনও জঙ্গি এখনও ধরা পড়েনি। এরই মধ্যে গত ৬ মে রাতে শুরু হয় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। একই সঙ্গে পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজও জারি রয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুলওয়ামা জেলার বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকালে পহেলগাঁও হত্যালীলায় জড়িত জঙ্গিদের ছবি-সহ পোস্টার সাঁটানো হয়েছে। ওই জঙ্গিদের কোনও খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।