চোট পেয়ে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। —ফাইল চিত্র
ঋষভ পন্থের পর ওয়াশিংটন সুন্দর। চোটের ধাক্কায় ভারতের আরও এক ক্রিকেটার ছিটকে গেলেন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চলতি এক দিনের সিরিজ় থেকে।
রবিবার প্রথম এক দিনের ম্যাচে চোট পান অলরাউন্ডার সুন্দর। নিজের পঞ্চম ওবারে যখন তিনি বল করছিলেন, তখন হঠাৎই তাঁর পিঠে টান লাগে। এরপর সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। ২০তম ওভারে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।
ভারতীয় দল বা বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারি ভাবে সুন্দরের খেলতে না পারার কথা জানানো হয়নি। কিন্তু সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তিনি আর এই সিরিজ়ে খেলতে পারবেন না। ম্যাচের পর অধিনায়ক শুভমন গিল বলেন, “ওর সাইড স্ট্রেন হয়েছে। স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে।”
রান তাড়া করার সময় সুন্দর ব্যথা নিয়েই আট নম্বরে ব্যাট করতে নেমেছিলে। সাত বলে সাত রান করেন। কিন্তু ওই সাতটা বলেই বোঝা যাচ্ছিল তাঁর যন্ত্রণা হচ্ছে।
নিউ জ়িল্যান্ড সিরিজ শুরুর ঠিক আগে চোট পেয়েছিলেন পন্থ। তিনিও এই সিরিজ়ে আর খেলতে পারবেন না। তার মধ্যেই এ বার সুন্দরের চোট। চলতে এক দিনের সিরিজ়ে দু’জনকে না পেলে ভারত যত না সমস্যায় পড়বে, তার থেকে অনেক বেশি চিন্তা বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। দু’জনেই দলে রয়েছেন।
পন্থের চোট অবশ্য দুর্ঘটনার কারণে। শনিবার অনুশীলনের সময় আচমকাই একটি বল লাফিয়ে উঠে তাঁর কোমরের একটু উপরে লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। সে দিনই রাতের দিকে জানা যায় পন্থের চোট গুরুতর। বোর্ডের জানিয়ে দেয়, পন্থের পেশি ছিঁড়ে গিয়েছে। ফলে সিরিজে খেলা সম্ভব হবে না। সুন্দরের চোট কতটা গুরুতর, তা সম্ভবত সোমবার জানা যাবে।