বাবাকে মারল কেন, প্রশ্ন জোহরার

সোমবার অনন্তনাগের মেহন্দি কাদাল এলাকায় থানায় আসার পথে জঙ্গিদের গুলিতে নিহত হন বছর পঞ্চান্নর পুলিশ অফিসার আব্দুল রশিদ শাহ। তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানেই কান্নাভেজানো গলায় এই প্রশ্নটা করেছিল রশিদের মেয়ে জোহরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ১০:৪০
Share:

কান্না: নিহত পুলিশ অফিসারের মেয়ে জোহরা। নিজস্ব চিত্র।

বয়সটা আট। পরনে তখনও স্কুলের ইউনিফর্ম। হাতে হেনা। কিন্তু হাউহাউ করে কাঁদছে জোহরা শাহ। জানতে চাইছে, ‘‘বাবাকে মারল কেন ওরা?’’

Advertisement

সোমবার অনন্তনাগের মেহন্দি কাদাল এলাকায় থানায় আসার পথে জঙ্গিদের গুলিতে নিহত হন বছর পঞ্চান্নর পুলিশ অফিসার আব্দুল রশিদ শাহ। তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানেই কান্নাভেজানো গলায় এই প্রশ্নটা করেছিল রশিদের মেয়ে জোহরা। যে কান্নার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জোহরার প্রশ্নের জবাব দিতে চেষ্টা করেছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি এস পি পানি। আট বছরের মেয়েটাকে চিঠি লিখেছেন তিনি। জম্মু-কাশ্মীর পুলিশের ফেসবুক পেজে যে চিঠি পড়ে চোখ ভিজে গিয়েছে অনেকেরই। এস পি পানি লিখেছেন, ‘‘কেন এমন হল তা বোঝার মতো বয়স এখনও তোমার হয়নি। কিন্তু তোমার চোখের জলের প্রতিটি বিন্দু আমাদের হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। মনে রেখো এই ভয়ঙ্কর সময়ে আমরা পরিবারের সদস্যদের মতোই ঐক্যবদ্ধ।’’

Advertisement

কাশ্মীরে ক্রমশ পুলিশকর্মীদের উপরে হামলা বাড়াচ্ছে জঙ্গিরা। একের পর এক জঙ্গি নেতা খতম হওয়ায় কোণঠাসা হয়ে এমন হামলা চালানো হচ্ছে বলে মত গোয়েন্দাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন