Witchcraft in Bihar

শিশুর অসুস্থতার জন্য দায়ী, বিহারে ডাইনি অপবাদে একই পরিবারের তিন মহিলাকে গণপিটুনি! মৃত এক, সঙ্কটজনক দুই

পুলিশ জানিয়েছে, মৃতের নাম কিরণ দেবী। তাঁর পরিবারের অভিযোগ, পাড়ার এক শিশু বার বার অসুস্থ হয়ে পড়ছিল। সেই শিশুর পরিবার অভিযোগ তোলে কিরণ দেবী এবং তাঁর দুই আত্মীয়ের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৫:২৪
Share:

প্রতীকী ছবি।

ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিল একটি শিশু। তার অসুস্থতার জন্য পড়শি এক পরিবারের তিন মহিলাকে দায়ী করে গণপ্রহার করা হল। মারধরের জেরে এক জনের মৃত্যু হয়। সঙ্কটজনক আরও দু’জন। ঘটনাটি বিহারের নওয়াদা জেলার।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম কিরণ দেবী। তাঁর পরিবারের অভিযোগ, পাড়ার এক শিশু বার বার অসুস্থ হয়ে পড়ছিল। সেই শিশুর পরিবার অভিযোগ তোলে কিরণ দেবী এবং তাঁর দুই আত্মীয়ের বিরুদ্ধে। শিশুর বাবা-মায়ের দাবি, ওই তিন মহিলা ‘কালাজাদু’ করায় তাঁদের সন্তান ঘন ঘন অসুস্থ হচ্ছেন। এই কথা পাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তার পরই ডাইনি অপবাদ দিয়ে কিরণ দেবী এবং তাঁর দুই জা-কে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

কিরণ দেবীর পরিবারের অভিযোগ, মুকেশ চৌধরি, মহেন্দ্র চৌধরি, নত্রু চৌধরি, শোভা দেবী এবং তাঁদের আত্মীয়েরা একসঙ্গে ইট, রড লাঠি নিয়ে হামলা চালান। গুরুতর জখম হন কিরণ দেবী এবং তাঁর দুই জা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

Advertisement

কিরণের আত্মীয় রেখা দেবী জানিয়েছেন, প্রতিবেশী মুকেশ চৌধরির সন্তান অসুস্থ হয়ে পড়েছিল। তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যআওয়া হয়। তখন জানা যায়, মস্তিষ্কে সমস্যা রয়েছে শিশুটির। কিন্তু সেই রোষ এসে পড়ে কিরণ দেবীদের উপর। পড়শিরা কিরণ দেবী এবং তাঁর দুই জা-কে ডাইনি অপবাদ দেন। তার পরই হামলা চালানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement