ছবি: এআই সহায়তায় প্রণীত।
স্বামীর প্রতি তিনি কি বিশ্বস্ত, তার প্রমাণ দিতে গুজরাতের মেহসানায় এক বধূকে গরম তেলের মধ্যে হাত ডোবাতে বাধ্য করলেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। আহত হয়ে হাসপাতালে ভর্তি মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ননদ, নন্দাই-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি বিজাপুর তালুকের গেরিতা গ্রামের। পুলিশ সূত্রে খবর, মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহ করত তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। যা নিয়ে প্রায় দিন অশান্তি লেগে থাকত। কিন্তু মহিলার দাবি, তাঁকে নিয়ে নানা রকম সন্দেহ করতেন শ্বশুবাড়ির লোকজন। কিন্তু তিনি শ্বশুরবাড়ির লোকজনদের বার বার বোঝানোর চেষ্টা করেন। তাতেও কোনও লাভ হয়নি। বরং নানা ভাবে হেনস্থা শুরু হয় বলে অভিযোগ।
গত ১৬ সেপ্টেম্বর অশান্তি চরমে ওঠে। অভিযোগ, তখন মহিলার ননদ যমুনা ঠাকোর, তাঁর স্বামী মনুভাই ঠাকোর এবং পরিবারের আরও দুই সদস্য মহিলাকে বিশ্বস্ততার প্রমাণ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। অভিযোগ, তাঁকে বলা হয়, ফুটন্ত তেলের মধ্যে হাত ডুবিয়ে সেই প্রমাণ দিতে হবে। যদি তিনি স্বামীর প্রতি বিশ্বস্ত হন, তা হলে হাত পুড়বে না। মহিলা তা দিতে অস্বীকার করায় তখন তাঁর হাত ধরে জোর করে তেলের ভিতরে চুবিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।