Uttar Pradesh Rape

রোগীর আত্মীয়াকে শৌচাগারে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে, গ্রেফতার সাফাইকর্মী

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার ভাইপো হাসপাতালে ভর্তি। তাঁকে দেখাশোনার জন্য পালা করে তিনি এবং তাঁর স্বামী দিনে এবং রাতে থাকেন। রবিবার রাতে তিনি ভাইপোর কাছে ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৭:৪০
Share:

প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক সরকারি হাসপাতালে রোগীর এক আত্মীয়াকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল হাসপাতালেরই এক সফাইকর্মীকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই সাফাইকর্মীর সঙ্গে আগে থেকে পরিচয় ছিল নির্যাতিতার। ঘটনার দিন ওই সাফাইকর্মী নির্যাতিতাকে বলেন চিকিৎসক দেখা করতে বলেছেন। কিছু পরীক্ষা করাতে হবে। অভিযোগ, এই কথা বলে রোগীর ওই আত্মীয়াকে হাসপাতালের চারতলায় নিয়ে যান সাফাইকর্মী। তার পর তাঁকে শৌচাগারে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে সাফাইকর্মীকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার দেবেন্দ্র কুমার বলেন, ‘‘নির্যাতিতা জানিয়েছেন, অভিযুক্ত সাফাইকর্মী তাঁর পূর্ব পরিচিত। আর সেই সুযোগ নিয়েই শারীরির পরীক্ষার অছিলায় ডেকে নিয়ে যান। তার পর তাঁকে ধর্ষণ করেন।’’

Advertisement

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার ভাইপো হাসপাতালে ভর্তি। তাঁকে দেখাশোনার জন্য পালা করে তিনি এবং তাঁর স্বামী দিনে এবং রাতে থাকেন। রবিবার রাতে তিনি ভাইপোর কাছে ছিলেন। সেই সময়েই এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement