Mumbai

দিনের পর দিন কুপ্রস্তাব, যুবকের পুরুষাঙ্গ কাটলেন মহিলা

দিনের পর দিন ধরে কুপ্রস্তাব। তাই পারিবারিক বন্ধুদের সাহায্যে এক যুবকের পুরুষাঙ্গ কেটে নিলেন এক মহিলা।মুম্বইয়ের দোম্বিভালি এলাকায় ২৫ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৯
Share:

প্রতীকী ছবি।

দিনের পর দিন ধরে কুপ্রস্তাব। তাই পারিবারিক বন্ধুদের সাহায্যে এক যুবকের পুরুষাঙ্গ কেটে নিলেন এক মহিলা।মুম্বইয়ের দোম্বিভালি এলাকায় ২৫ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে।

Advertisement

তুষার পূজারে নামে বছর সাতাশের এই যুবক মহিলাকে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিল, অভিযোগ এমনটাই। বছর সাতচল্লিশের এই মহিলাকে কয়েক বিয়ের প্রস্তাবও দিয়েছিল তুষার।

দুই সন্তানের মা এই মহিলা একটা সময়ের পর কিছুতেই এই অত্যাচার মেনে নিতে পারেননি। কারণ এই যুবকের কারণে স্বামীর সঙ্গে প্রায়ই ঝামেলা হত এই মহিলার।কারণ তুষার ওই যুবক মহিলার স্বামীর কাছেও জানিয়েছিল, মহিলাকে সেই বিয়ে করবে। বাধ্য হয়েই দুই বন্ধুর সাহায্যে ওই যুবককে শায়েস্তা করার পরিকল্পনা করেন ওই মহিলা।

Advertisement

আরও পড়ুন: বড়সড় ফিদায়েঁ হামলার ছক বানচাল, ১০ জনকে গ্রেফতার করল এনআইএ, উদ্ধার বিস্ফোরক

পূজারা স্থানীয় একটি ব্যাঙ্কে ‘কাস্টমার কেয়ার’ কাজ করেন। গৃহঋণ নেওয়ার ছলেই ওই মহিলা ও তাঁর বন্ধুরা দেখা করেন তুষারের সঙ্গে। এরপরই ছুরি দিয়ে পুরুষাঙ্গ কেটে নেন তার।পুলিশ ওই মহিলার নাম গোপন রেখেছে। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, মহিলা ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ভয়াল ভূমিকম্পের ভয় নিয়ে দাঁড়িয়ে পার্ক স্ট্রিট, সল্টলেক, রাজারহাট... বলছে আইআইটি-র রিপোর্ট​

মহিলা ও তাঁর দুই সঙ্গীর নামে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তুষারের পরিবারের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement