Crime

ভুয়ো শ্লীলতাহানির মামলা! অভিযোগকারিণী মহিলার ২৫ লাখ টাকার জরিমানা

প্রাথমিক ভাবে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। কিন্তু, তদন্ত এগোলে আসল ঘটনা সামনে আসে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ২১:১২
Share:

বম্বে হাইকোর্ট।—ফাইল চিত্র।

শ্লীলতাহানির অভিযোগটা যে এ ভাবে ব্যুমেরাং হয়ে ফিরে আসবে, তা ভাবতেও পারেননি উদ্যোগপতি নেহা গাঁধী। ভুয়ো অভিযোগ করার কারণে তাঁকে ২৫ লক্ষ টাকা জরিমানা করল বম্বে হাইকোর্ট। একইসঙ্গে নারী সুরক্ষা আইন অপব্যবহারের জন্য ওই মহিলাকে তীব্র ভর্ৎসনাও করেছেন বিচারপতি।

Advertisement

ট্রেডমার্ক লঙ্ঘন নিয়ে মুম্বইয়ের এক সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন হরিয়ানার ফিল গুড ইন্ডিয়া সংস্থার কর্ণধার নেহা। সেই মামলা আদালত পর্যন্ত গড়ায়। এর পর আদালতের নির্দেশে কোর্ট রিসিভার ফিল গুড সংস্থার কারখানার সরঞ্জাম বাজেয়াপ্ত করতে যান। সেখানে তিনি গোটা প্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিং করেন। অভিযোগ, সেই সময়ে নেহা টান মেরে তাঁর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, ওই কোর্ট রিসিভারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেন তিনি।

প্রাথমিক ভাবে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। কিন্তু, তদন্ত এগোলে আসল ঘটনা সামনে আসে। আদালতে অভিযুক্ত মহিলা উদ্যোগপতি জানান, তিনি রাগের মাথায় শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন।

Advertisement

আরও পড়ুন: বড় ধাক্কা প্রদেশ কংগ্রেসে, তৃণমূলে যোগ দিলেন উত্তর মালদহের সাংসদ মৌসম নূর​

আরও পড়ুন: গড়িয়ার রোমিতা মৃত্যুর পেছনে কি অন্য কেউ? মোবাইলের তথ্যে বাড়ছে রহস্য​

সম্প্রতি বিচারপতি এস কাঠওয়ালা সেই যুক্তি মানতেই চাননি। ২৫ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি বিচারপতি বলেন,‘‘এই ধরনের ঘৃণ্য অপরাধ ক্ষমার অযোগ্য। শাস্তি মাফ করলে সমাজে ভুল বার্তা যাবে। আদালতের উচিত শক্ত হাতে এই ধরনের ঘটনার বিচার করা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement