Karnataka Murder

প্রেমিকের সঙ্গে মিলে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে, গলায় পা দিয়ে স্বামীকে খুন! কর্নাটকের ঘটনায় সোনমকাণ্ডের ছায়া

গত ২৪ জুন কর্নাটকের তুমাকুরু জেলার টিপতুর তালুকের কাদাশেট্টিহাল্লি গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম শঙ্করমূর্তি (৫০)। বাড়িতে একাই থাকতেন শঙ্কর। তাঁর স্ত্রী সুমঙ্গলা টিপতুরের কল্পতরু ছাত্রীনিবাসে রান্নার কাজ করতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ২১:৫৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে গলায় পা দিয়ে স্বামীকে খুন করলেন স্ত্রী! তার পর দেহ ফেলে এলেন প্রায় ৩০ কিলোমিটার দূরের এক পরিত্যক্ত কুয়োয়। সম্প্রতি কর্নাটকের তুমাকুরু জেলায় ঘটনাটি ঘটেছে, যা মনে করাচ্ছে মেঘালয়ের সোনমকাণ্ডের ছায়া। সেখানেও প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামী রাজা রঘুবংশীকে খুন করিয়েছিলেন স্ত্রী সোনম।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুন কর্নাটকের তুমাকুরু জেলার টিপতুর তালুকের কাদাশেট্টিহাল্লি গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম শঙ্করমূর্তি (৫০)। বাড়িতে একাই থাকতেন শঙ্কর। তাঁর স্ত্রী সুমঙ্গলা টিপতুরের কল্পতরু ছাত্রীনিবাসে রান্নার কাজ করতেন। অভিযোগ, সম্প্রতি করাদালুসান্তে গ্রামের বাসিন্দা নাগারাজুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল সুমঙ্গলার। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন শঙ্কর। এর পরেই তাঁকে খুনের ষড়যন্ত্র করেন সুমঙ্গলা ও তাঁর প্রেমিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সুমঙ্গলা তাঁর স্বামীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন। এর পর লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। শেষে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় শঙ্করকে। এখানেই শেষ নয়। জানা গিয়েছে, খুনের পর সুমঙ্গলা ও নাগারাজু মিলে দেহটি একটি বস্তায় ভরে প্রায় ৩০ কিলোমিটার দূরে তুরুভেকেরে তালুকের দন্ডানিশিভারা এলাকায় একটি পরিত্যক্ত কুয়োয় ফেলে দেন। তার পর নিজেরাই শঙ্করের নিখোঁজ হওয়ায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে শঙ্করের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে বিছানায় লঙ্কার গুঁড়ো এবং হাতাহাতির চিহ্ন মেলে। তাতেই সন্দেহ হয় পুলিশের। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতেই জানা যায় আসল সত্য। পুলিশ জানিয়েছে, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তেরা। ঘটনায় তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement