পুলওয়ামা প্রশ্নে কাঁদলেন যোগী

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে প্রশ্ন করতে কেঁদেই ফেললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৪
Share:

চোখ মুছছেন যোগী আদিত্যনাথ। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে প্রশ্ন করতে কেঁদেই ফেললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউয়ে ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়াদের সঙ্গে ‘যুবা কী মন কী বাত’ আলোচনাসভায় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সন্ত্রাস রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কী কী করছে।

Advertisement

‘‘মনে হচ্ছে, এটা যেন একটা ঘটনাপ্রবাহ। একটা হামলা হল। আমরা তদন্ত করলাম। তার পর সব যেমন চলে, তেমন। আপনার সরকার এই সমস্যার সমাধানে কী করছে?’’ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন এক ছাত্র। যার উত্তরে যোগী প্রথমে জানান, মোদীর নেতৃত্বে দেশ থেকে সন্ত্রাসবাদ মুছে যাবে। তার পরে বলেন, ‘‘প্রদীপ নেভার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, কাশ্মীরে তেমনটাই হচ্ছে। সন্ত্রাস শেষ হওয়ার দিকেই এগোচ্ছে। নরেন্দ্র মোদীর সরকার সন্ত্রাস শেষ করার ব্যাপারে দায়বদ্ধ।’’ যোগীর এই মন্তব্যের পরেই আলোচনাসভায় হাততালির ঝড় ওঠে। কিন্তু পরের প্রশ্ন ওঠার আগেই আবেগপ্রবণ হয়ে পড়েন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

হঠাৎই দেখা যায়, গেরুয়া জোব্বার পকেট থেকে রুমাল বার করে চোখ মুছছেন যোগী। এক হাতে মাইক ধরে অন্য হাতে নাক-চোখ মুছতে থাকেন তিনি। তার পরে নিজেকে সামলে বলেন, নিরাপত্তা বাহিনী দ্রুত সক্রিয় হয়ে হামলার চক্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে মেরে ফেলতে সক্ষম হয়েছে। পাশাপাশি তিনি জানান, তাঁর রাজ্য থেকে দু’জন সন্দেহভাজন জইশ ই মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। যোগীর কথায়, ‘‘আমরা উত্তরপ্রদেশে তল্লাশি অভিযান চালাই। পুলওয়ামার হামলার সঙ্গে জড়িত বেশ কিছু লিঙ্ক পাওয়া গিয়েছিল। তার পরেই রাজ্যে আমরা বড় অভিযান চালাই।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন