মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে আত্মঘাতী হল এক তরুণী। গত কাল রাত সাড়ে ৮টা নাগাদ মাইবাং দিহরফংলো গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তাঁর নাম মনি ফংলো। তাঁর বাড়ি মাইবাং মহকুমার খেপ্রে গ্রামে। কিন্তু পড়াশোনা করার জন্য তিনি মা-বাবার সঙ্গে থাকতেন মাইবাং দিহরফংলোতে। পুলিশ জানিয়েছে, ২ জুন মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। কিন্তু মনি উত্তীর্ণ হতে পারেননি। ঘরের সিলিংয়ে দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ও উদ্ধার করা হয়েছে।