ছাত্রী খুনের জেরে উত্তপ্ত লিডু। পুলিশ জানায়, গত রাতে তিনসুকিয়া জেলার লিডু থানা এলাকার বর্মা ক্যাম্পে মার্গারিটা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। কলেজ আবাসনের বাসিন্দা টাংসা সম্প্রদায়ের ওই ছাত্রী তাঁর বাড়িতে যাচ্ছিলেন। দুষ্কৃতীরা তাঁকে টিরাপ নদীর পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের পর খুন করে।