টুকরো খবর

পার্সেল বোমা, বই বোমা, টিফিন-বাক্স বোমার পরে এ বার মাছ-বোমা! মণিপুরি জঙ্গিদের ‘ভেট’-এর তালিকায় এটিই নবতম সংযোজন। গত কাল বিকেলে ইম্ফলে মণিপুর খাদ্য বিবাগের এক অফিসার, লইতোঞ্জাম সমরেন্দ্রর বাড়িতে একটি বিরাট সারেং মাছ নিয়ে হাজির হয় তিন যুবক।

Advertisement
শেষ আপডেট: ১৫ জুন ২০১৪ ০৩:৫৭
Share:

মাছের পেটে গ্রেনেড

Advertisement

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

পার্সেল বোমা, বই বোমা, টিফিন-বাক্স বোমার পরে এ বার মাছ-বোমা! মণিপুরি জঙ্গিদের ‘ভেট’-এর তালিকায় এটিই নবতম সংযোজন। গত কাল বিকেলে ইম্ফলে মণিপুর খাদ্য বিবাগের এক অফিসার, লইতোঞ্জাম সমরেন্দ্রর বাড়িতে একটি বিরাট সারেং মাছ নিয়ে হাজির হয় তিন যুবক। তারা জানায়, ‘স্যারের জন্য উপাহার’ এনেছে তারা। উপহার পেয়ে বাড়ির লোক তো বেজায় খুশ। মাছ পৌঁছে দিয়েই চম্পট দেয় তারা। ধন্যবাদের জন্য অপেক্ষা করেনি। প্রায় ৪ কিলোগ্রাম ওজনের বিরাট মাছ পেয়ে সমরেন্দ্রর ছেলেই মাছ কাটা শুরু করে। মাছ তিন টুকরো করার পরেই পেটের ভিতরে পাথরের মতো বস্তু হাতে ঠেকে। প্রথমে তারা ভাবে, মাছের ওজন বাড়াতে জেলেরা পাথর ঢুকিয়ে রেখেছে। কিন্তু দেখা যায় পেটের ভিতরে আটকানো রয়েছে একটি গ্রেনেড। চাপ লাগলেই পিন খুলে বিস্ফোরণের অপেক্ষায়। সঙ্গে-সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

Advertisement

মন্ত্রকে আগুন

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

শনিবার সন্ধে ৭টা নাগাদ দিল্লির শাস্ত্রী ভবনের সাত-তলায় ছড়িয়ে পড়ল আগুন। ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বেশ কিছু আধিকারিকের ঘর। খবর পাওয়ার পরই দমকলের ৭টি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। আয়ত্তে আগুন আসে। মন্ত্রী প্রকাশ জাভড়েকর অবশ্য শনিবার দিল্লিতে ছিলেন না। এই নিয়ে দ্বিতীয় বার আগুন লাগল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অফিসে।

মিছিলে প্রণব-কন্যা

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

শহরের পানীয় জল ও বিদ্যুৎ সঙ্কট নিয়ে প্রতিবাদে সামিল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শনিবার পূর্ব দিল্লিতে মোমবাতি মিছিলে হাঁটেন তিনি। কংগ্রেসের সদস্য হিসেবে। গাঁধীনগরে এই মিছিলে ছিলেন দিল্লির কংগ্রেস প্রধান অরবিন্দর সিংহ লাভলি ও অন্য নেতারা। শর্মিষ্ঠার বক্তব্য, “আগে লোডশেডিংয়ের শহর বলা হত কলকাতাকে। এখন দিল্লিকেই সেই অপবাদ শুনতে হবে।”

আত্মীয়ই দুষ্কৃতী

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

অপহরণ করে বছর পনেরোর নাবালিকাকে আটকে রেখেছিল তার আত্মীয়ই। উত্তরপ্রদেশের মহম্মদপুর এলাকা থেকে ১০ জুন অপহরণ করা হয় নাবালিকাকে। শনিবার পুলিশ জানিয়েছে, মেয়েটির কাকা পাপ্পুই ঘটনায় মূল অভিযুক্ত। পাপ্পুর সঙ্গী ছিল কেডি। প্রকাশ নামের অন্য এক সঙ্গীর বাড়িতে আটকে রাখা হয় মেয়েটিকে। শুক্রবারই অতর্কিতে হানা দিয়ে অপহৃতাকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয়েছে কেডি ও প্রকাশ। তবে মেয়েটির কাকা মূল অভিযুক্ত পাপ্পু এখনও ফেরার। অপহরণের পাপ্পুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও এনেছে অপহৃতা।

মোদীর আর্জি

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

বিশ্ব রক্তদান দিবসে রক্তদানের গুরুত্ব উল্লেখ করে যুব সমাজকে এগিয়ে আসার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে মোদী টুইট করেন, “তরুণ বন্ধুরা রক্তদান করতে এগিয়ে আসুন। যারা আজ রক্তদান করেছেন, তাঁদের অভিনন্দন।”

নয়া রাজস্ব সচিব

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

বাজেট পেশের মুখে দেশের রাজস্ব সচিব হলেন শান্তিকান্ত দাস। তিনি ১৯৮০ ব্যাচের আইএএস অফিসার। এলেন রাজীব টাকরুর জায়গায়।

নিষিদ্ধ করার ভাবনা

সংবাদ সংস্থা • পুণে

ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্টের পর পুণের তথ্য-প্রযুক্তি কর্মী মহসিন শেখ খুনের ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাটিল জানালেন, ২ জুনের এই খুনে মূল অভিযুক্ত বিতর্কিত হিন্দু রাষ্ট্র সেনাকে নিষিদ্ধ করা যায় কিনা খতিয়ে দেখছে মহারাষ্ট্র সরকার। সংগঠনের প্রধান ধনঞ্জয় দেশাইয়ের বিরুদ্ধে এই ধরনের গুরুতর মামলা-অভিযোগ রয়েছে বলে জানান মন্ত্রী।

খোঁজ মিলল না

সংবাদ সংস্থা • মান্ডি

বিপাশার স্রোতে ভেসে যাওয়া হায়দরাবাদের ১৭ জন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীর খোঁজ পাওয়া গেল না শনিবারও। ৮ জুন ঘটনার পর প্রথম চার দিনেই ৮ জনের দেহ উদ্ধার করা গিয়েছিল। শনিবারও ব্যর্থ হল তল্লাশি অভিযান।

বাড়ি ছাড়ছেন কেজরীবাল

অবশেষে সরকারি বাসভবন ছাড়তে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। মুখ্যমন্ত্রী-পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও এত দিন তিলক লেনের সরকারি বাসভবনেই থাকছিলেন আম আদমি পার্টি প্রধান। সরকারের তরফে নোটিস দেওয়া হয়েছিল আগেই। তবু মেয়ের পরীক্ষা না হওয়া পর্যন্ত বাড়তি সময় চেয়ে নিয়েছিলেন কেজরীবাল। এখন যেহেতু মেয়ের পরীক্ষা শেষ, তাই সপরিবার মধ্য দিল্লির সরকারি ফ্ল্যাট ছাড়ছেন তিনি। শনিবার পার্টি সূত্রের খবর, আগামী সপ্তাহের প্রথম দিকেই নতুন ঠিকানা হবে কেজরীবাল পরিবারের।

কাশ্মীরে জেটলি

সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করলে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট শক্তি আছে ভারতীয় সেনাবাহিনীর। শনিবার শ্রীনগরে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, “নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এখানে এসেছি আমি। সংঘর্ষ-বিরতি লঙ্ঘনের বিষয়টা নিয়ে সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনাও করব আমি।” সেনা সূত্রের খবর, শনিবার বিকেলে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকও করেন জেটলি। কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা ও অমরনাথ যাত্রা নিয়ে আলোচনা করেন তাঁরা।

নিষিদ্ধ করার ভাবনা

ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্টের পর পুণের তথ্য-প্রযুক্তি কর্মী মহসিন শেখ খুনের ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাটিল জানালেন, ২ জুনের এই খুনে মূল অভিযুক্ত বিতর্কিত হিন্দু রাষ্ট্র সেনাকে নিষিদ্ধ করা যায় কিনা খতিয়ে দেখছে মহারাষ্ট্র সরকার। সংগঠনের প্রধান ধনঞ্জয় দেশাইয়ের বিরুদ্ধে এই ধরনের আরও গুরুতর মামলা-অভিযোগ রয়েছে বলে জানান মন্ত্রী।

টোল প্লাজায় তাণ্ডব

টোল প্লাজার সিগন্যালে তখনও দাঁড়িয়ে একটা গাড়ি। হঠাৎই পিছনের গাড়ি থেকে লাঠি-সোঁটা নিয়ে নেমে এল জনা আটেক দুষ্কৃতী। ম্যানেজারের ঘরে ঢুকেই শুরু তাণ্ডব। এলোপাথাড়ি লাঠির ঘায়ে মারাত্মক জখম হয়েছেন প্লাজার সুপারভাইজার নির্মল পাণ্ডে সহ বেশ কয়েক জন। শুক্রবার সন্ধেবেলায় এমনই ঘটনার সাক্ষী থাকল ইনদওর থেকে ৪০ কিলোমিটার দূরের দেওয়াস টোল প্লাজা। তাণ্ডবের সিসিটিভি ফুটেজ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। এফআইআর করা হয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। যেহেতু টাকা পয়সা খোয়া যায়নি, তাই ব্যক্তিগত প্রতিহিংসার ঘটনা বলেই পুলিশের প্রাথমিক অনুমান।

বিস্ফোরক উদ্ধার

বিস্ফোরক ঠাসা একটি গাড়ি উদ্ধার করল পুলিশ। শনিবার বারাণসী থেকে। পরিত্যক্ত গাড়িটিতে প্রায় ১৪৫ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। ঘটনায় যুক্ত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত ৮

জিপের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মারা গেলেন ৮ জন, আহত ৬। উত্তরপ্রদেশের হরদোই জেলা-শহরের পালি এলাকায় শনিবার সকালের ঘটনা। পুলিশ সূত্রের খবর, বিয়েবাড়ি থেকে ফেরার পথে থামারিয়া কালভার্টের কাছে জিপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। মৃত ২ জনকে এখনও শনাক্ত করা যায়নি। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় মৃত সাত

জিপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু ও চার মহিলা-সহ মৃত্যু হল সাত জনের। আহত ১৩। শনিবার দুর্ঘটনাটি ঘটে গুজরাতের আনন্দ জেলার সজিত্রা তালুকে। মৃতরা সকলেই মধ্যপ্রদেশের আলিপুর জেলার বাসিন্দা। গুজরাতে কাজের খোঁজে এসেছিলেন তাঁরা।

আত্মীয়ই দুষ্কৃতী

অপহরণ করে বছর পনেরোর নাবালিকাকে আটকে রেখেছিল তার আত্মীয়ই। উত্তরপ্রদেশের মহম্মদপুর এলাকা থেকে ১০ জুন অপহরণ করা হয় নাবালিকাকে। শনিবার পুলিশ জানিয়েছে, মেয়েটির কাকা পাপ্পুই ঘটনায় মূল অভিযুক্ত। পাপ্পুর সঙ্গী ছিল কেডি। প্রকাশ নামের অন্য এক সঙ্গীর বাড়িতে আটকে রাখা হয় মেয়েটিকে। শুক্রবারই অতর্কিতে হানা দিয়ে অপহৃতাকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয়েছে কেডি ও প্রকাশ। তবে মেয়েটির কাকা মূল অভিযুক্ত পাপ্পু এখনও ফেরার। অপহরণের পাশাপাশি পাপ্পুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও এনেছে অপহৃতা।

খোঁজ মিলল না

বিপাশার স্রোতে ভেসে যাওয়া হায়দরাবাদের ১৭ জন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীর খোঁজ পাওয়া গেল না শনিবারও। ৮ জুন ঘটনার পর প্রথম চার দিনেই ৮ জনের দেহ উদ্ধার করা গিয়েছিল। শুক্রবারের পর শনিবারও ব্যর্থ হল বিশেষ তল্লাশি অভিযান। সকাল ৬টা থেকেই বিপাশার ৩ কিলোমিটার নদীবক্ষে বিশেষ তল্লাশি অভিযানে অংশ নিয়েছিলেন ৪৫০ জন ডুবুরি সহ মোট ৬০০ জনের উদ্ধারকারী দল। দেহ মেলেনি এক জনেরও।

মোদীর আর্জি

রক্তদানের গুরুত্ব উল্লেখ করে যুব সমাজকে এই কাজে এগিয়ে আসার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ছিল বিশ্ব রক্তদান দিবস। সেই উপলক্ষে মোদী টুইট করেন, “আমার তরুণ বন্ধুরা রক্তদান করতে এগিয়ে আসুন। যারা আজকের দিনে রক্তদান করেছেন, তাঁদের অভিনন্দন।”

প্রতিবন্ধী তরুণীর সাফল্য

ওড়িশার পোলিও আক্রান্ত এক তরুণী প্রথম বারের চেষ্টাতেই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন। নাম সারিকা জৈন। বাণিজ্য বিভাগের ছাত্রী সারিকা ১১২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২৭ তম স্থান অধিকার করেছেন। ওই ছাত্রীর সাফল্যে খুশি তাঁর পরিবার ও পড়শিরা। সারিকা জানান, কঠিন পরিশ্রম ও ইতিবাচক চিন্তাই তাঁর সাফল্যের অন্যতম প্রধান কারণ। এখন সারিকা নিজের রাজ্য ওড়িশার জন্য কাজ করতে চান।

বেপরোয়া গাড়ি চালানোয় জরিমানা

সবেবরাতের রাতে জরিমানা করা হল সাতশো জনকে। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। সবেবরাতের রাতে বেপরোয়া গাড়ি চালানো, হেলমেট না পরে বাইক চালানো ও ট্র্যাফিক আইন লঙ্ঘনের অপরাধে ৭৩২ জন বাইক ও স্কুটার-আরোহীকে জরিমানা করল দিল্লি পুলিশ। এদের মধ্যে বেশ কিছু বাইক-আরোহী পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায়। গত শুক্রবার রাত ১০টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানী জুড়ে জোরদার পুলিশি নজরদারি থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় চিন্তিত পুলিশমহল।

ঘরে ফেরার নির্দেশ

উত্তরপ্রদেশে গোষ্ঠী-সংঘর্ষের জেরে ঘরছাড়া গ্রামবাসীদের তিন দিনের মধ্যে ত্রাণশিবির ছেড়ে নিজেদের ঘরে ফেরার নির্দেশ দিল সরকার। গত সেপ্টেম্বর মাস থেকে গোষ্ঠী-সংঘর্ষের জেরে মুজফ্ফরনগরের ২৫০টি-রও বেশি পরিবার নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পাশের শামলি জেলায় সরকারি জমিতে বসবাস শুরু করে। শুক্রবার সরকারি অফিসারদের একটি দল তাদের সরকারি জমিতে থাকা ওই ত্রাণ শিবির খালি করে ঘরে ফেরার নির্দেশ দিয়েছেন।

বাড়ি ছাড়ছেন অরবিন্দ

অবশেষে সরকারি বাসভবন ছাড়তে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। মুখ্যমন্ত্রী-পদ ছাড়ার পরেও এত দিন তিলক লেনের সরকারি বাসভবনেই থাকছিলেন আপ-প্রধান। সরকারি নোটিস আগেই গিয়েছিল। তবু মেয়ের পরীক্ষা না হওয়া পর্যন্ত বাড়তি সময় চেয়ে নিয়েছিলেন কেজরীবাল। মেয়ের পরীক্ষার ফল বেরিয়ে গিয়েছে। আপ সূত্রের খবর, আগামী সপ্তাহে নতুন ঠিকানায় কেজরীবাল পরিবারের।

কাশ্মীরে জেটলি

সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করলে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট শক্তি আছে ভারতীয় সেনাবাহিনীর। শনিবার শ্রীনগরে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, “নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এখানে এসেছি আমি। সংঘর্ষ-বিরতি লঙ্ঘনের বিষয়টা নিয়ে সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনাও করব আমি।” সেনা সূত্রের খবর, শনিবার বিকেলে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকও করেন জেটলি। কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা ও অমরনাথ যাত্রা নিয়ে আলোচনা করেন তাঁরা।

টোল প্লাজায়

টোল প্লাজার সিগন্যালে তখনও দাঁড়িয়ে একটা গাড়ি। হঠাৎই পিছনের গাড়ি থেকে লাঠি-সোঁটা নিয়ে নেমে এল জনা আটেক দুষ্কৃতী। ম্যানেজারের ঘরে ঢুকেই শুরু তাণ্ডব। এলোপাথাড়ি লাঠির ঘায়ে জখম হয়েছেন প্লাজার সুপারভাইজার নির্মল পাণ্ডে সহ বেশ কয়েক জন। শুক্রবার সন্ধেবেলায় এমনই ঘটনার সাক্ষী থাকল ইনদওর থেকে ৪০ কিলোমিটার দূরের দেওয়াস টোল প্লাজা। তাণ্ডবের সিসিটিভি ফুটেজ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। এফআইআর করা হয়েছে অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে।

চালকের আসনে। দেশের নতুন বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যকে শনিবার জাতির উদ্দেশে
উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়ার অদূরে আরব সাগরে। কথা ছিল নৌসেনার বিমান মহড়াও
দেখাবে তাঁকে। বৃষ্টি-বাদলায় তা কাটছাঁট করতে হলেও উৎসাহী মোদী ওই জাহাজের উপরে
দাঁড়ানো যুদ্ধবিমান মিগ ২৯-এ উঠে বসেন। ছবি: পিটিআই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement