ফের মদ্যপ গাড়ির ধাক্কায় মুম্বইয়ে মৃত ২

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মানুষ মারার মামলায় শেষ অবধি সলমন খানের ভাগ্যে কী আছে, তা এখনও পরিষ্কার নয়। এর মধ্যেই ফের একই ধরনের ঘটনার সাক্ষী হল বাণিজ্য রাজধানী। এ বার অভিযোগের আঙুল হাইকোর্টের এক মহিলা আইনজীবীর দিকে। পুলিশ সূত্রের খবর, জাহ্নবী অজিত গডকড় নামে ওই মহিলা দুই সঙ্গী-সহ সোমবার রাতে দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেল থেকে গাড়ি নিয়ে বেরোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০৩:১৫
Share:

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মানুষ মারার মামলায় শেষ অবধি সলমন খানের ভাগ্যে কী আছে, তা এখনও পরিষ্কার নয়। এর মধ্যেই ফের একই ধরনের ঘটনার সাক্ষী হল বাণিজ্য রাজধানী।

Advertisement

এ বার অভিযোগের আঙুল হাইকোর্টের এক মহিলা আইনজীবীর দিকে। পুলিশ সূত্রের খবর, জাহ্নবী অজিত গডকড় নামে ওই মহিলা দুই সঙ্গী-সহ সোমবার রাতে দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেল থেকে গাড়ি নিয়ে বেরোন। নবনির্মিত ইস্টার্ন ফ্রি-ওয়ে রাস্তার ভুল দিক দিয়ে তিনি সবেগে তাঁর অডি কিউ-৩ গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ। চেম্বুরের কাছে শিবাজি নগর এলাকায় একটি ট্যাক্সির সঙ্গে তাঁদের ধাক্কা লাগে। ৫৭ বছর বয়সী ট্যাক্সি-চালক সঙ্গে সঙ্গে মারা যান। ট্যাক্সিতে ছিলেন ৫০ বছর বয়সী এক ব্যবসায়ী, তাঁর স্ত্রী এবং তিন ছেলেমেয়ে। পরে হাসপাতালে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। আরও দু’টি মোটরবাইক ধাক্কা খেতে খেতে কোনও মতে রক্ষা পায়। মঙ্গলবার সকালবেলায় পুলিশ জাহ্নবীকে গ্রেফতার করেছে। মহিলা বলে তাঁকে রাতে ধরা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement