অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান: হ্যান্ড স্যানিটাইজার, ওয়েট ওয়াইপসের মধ্যে থাকে ট্রাইক্লোসান যা লিভারে টক্সিন জমা করে।
আপনি কি স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন? ‘অবশ্যই! খাওয়ার আগে হাত ধুয়ে খাই, কার্পেটে পা মুছি, নন-স্টিক বাসনে রান্না করি, জামা কাপড়ে ন্যাপথলিন দিয়ে রাখি— আর কী চাই? অবশ্যই আমি স্বাস্থ্য সচেতন।’ এই উত্তরটাই ভাবছেন তো? জানেন কি এই সব কার্পেট, ওভেন ক্লিনার, বাসনই ক্রমাগত ক্ষতি করে চলেছে আপনার স্বাস্থ্যের? জেনে নিন ঘরে থাকা এমনই ১০টি ক্ষতিকারক জিনিস।