Lifestyle News

পুজোয় ১০০ টাকার কমে লোভনীয় খাবার খান কলকাতার এই রেস্তোরাঁগুলোয়

তিলোত্তমার অপর নাম ‘সিটি অব জয়’। শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের গন্ধ মেলে এর অলিতে গলিতে। শুধু তাই নয়, রসিক বাঙালির রসনা তৃপ্তির শহরও এটা। তাই ফুটপাথের দোকান হোক বা পাঁচতারা রেস্তোরাঁ, কলকাতার খাবার মানেই অবশ্যই থাকবে প্রথম সারিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪২
Share:

তিলোত্তমার অপর নাম ‘সিটি অব জয়’। শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের গন্ধ মেলে এর অলিতে গলিতে। শুধু তাই নয়, রসিক বাঙালির রসনা তৃপ্তির শহরও এটা। তাই ফুটপাথের দোকান হোক বা পাঁচতারা রেস্তোরাঁ, কলকাতার খাবার মানেই অবশ্যই থাকবে প্রথম সারিতে। কম দাম, ভাল মান, আর অতুলনীয় স্বাদ, সব মিলিয়ে কলকাতার খাবারের জুড়ি মেলা ভার।

Advertisement

সামনেই পুজো। ঠাকুর দেখা, সাজগোজ, আড্ডা-মস্তির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে থাকবেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। কিন্তু এক দিকে বড় দোকানে লম্বা লাইন, অন্য দিকে পকেটে টান, সবটাই তো মাথায় রাখতে হবে। ১০০ টাকারও কমে লোভনীয় খাবারের রেস্তোরাঁর সন্ধান দিচ্ছে সঙ্গের গ্যালারি।

আরও পড়ুন: বিরিয়ানি প্রিয়? তাহলে এই বিরিয়ানিগুলোর কথা আপনাকে জানতেই হবে

Advertisement

আরও পড়ুন: হেঁশেলের ছবি: অমৃতসরী কুলচা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement