ডেটে যাওয়ার আগে যে ৫ খাবার ভুলেও খাবেন না

ভাবছেন ডেটে যাওয়ার আবার ডায়েট রয়েছে নাকি? ব্যাপারটা ঠিক তেমন নয়। কিন্তু একবার ভাবুন তো আপনি ডেটে গেলেন হেব্বি কেত মেরে, এ দিকে মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ব্যাপারটা যে বিশেষ সুখদায়ক নয় তা বুঝতেই পারছেন। তাই ডেটে যাওয়ার বাদ দিন এই পাঁচ খাবার। যা থেকে মুখে গন্ধ হতে পারে।

Advertisement
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ১৭:০০
Share:

ভাবছেন ডেটে যাওয়ার আবার ডায়েট রয়েছে নাকি? ব্যাপারটা ঠিক তেমন নয়। কিন্তু একবার ভাবুন তো আপনি ডেটে গেলেন হেব্বি কেত মেরে, এ দিকে মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ব্যাপারটা যে বিশেষ সুখদায়ক নয় তা বুঝতেই পারছেন। তাই ডেটে যাওয়ার বাদ দিন এই পাঁচ খাবার। যা থেকে মুখে গন্ধ হতে পারে।

Advertisement

রসুন: রসুন স্বাস্থ্যের পক্ষে খুব ভাল হলেও অনেক সময়ই রসুন খেলে জিভে সালফার জমে যায়। রক্তে শোষিত হয়ে ফুসফুসের মাধ্যমে নিশ্বাসেও দুর্গন্ধ তৈরি করে। তাই রসুন খেলে অবশ্যই দাঁত মেজে নিন বা ফ্লস করে নিন।

পেঁয়াজ: রসুনের মতোই অনেকক্ষণ গন্ধ রেখে যায় পেঁয়াজ। দুইয়ের মধ্যেই থাকে সালফিউরিক যৌগ। যা রক্তে শোষিত হয়ে নিশ্বাসে দুর্গন্ধ নিয়ে ফিরে আসে। তাই ডেটে যাওয়ার আগে পেঁয়াজ একদম ‘নো’ ‘নো’।

Advertisement

দুধের খাবার: দুধ বা দুগ্ধজাত যে খাবার চিজ শরীরে পক্ষে খুবই ভাল। কিন্তু দুধ খেলে জিভের ব্যাকটেরিয়া দুধে থাকা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নিশ্বাসে দুর্গন্ধ তৈরি করে।

মাছ: দিব্যি মাছ দিয়ে ভাত মেখে খেয়ে চললেন ডেট করতে এমনটা কিন্তু ঘোর বোকামো। মাছ খেলে মুখে যেমন গন্ধ থেকে যায়, তেমনই হাতে থেকে যায় গন্ধ। তাই মাছ খেলে কিন্তু এক্সট্রা কেয়ার মাস্ট।

মুলো: মুলো খেলে যে মুখ থেকে বাজে গন্ধ বেরোয় তা সকলেই জানে। এর মধ্যে থাকা আইসোথিওসায়ানেটের কারণে এমনটা হয়। তাই ডেটের আগে মুলো থেকে দূরে থাকাই ভাল।

আরও পড়ুন: ক্লান্তি কাটানোর ৬ উপায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন