এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ৮ টি কারণ

এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। বিষয়টি সম্পর্ক ধারণা হয়তো সকলেরই রয়েছে। অনেকে আবার প্রত্যক্ষ অভিজ্ঞতারও সাক্ষী। কেউ এই সব সম্পর্ক এনজয় করেন। কারও আবার এই সম্পর্কের কারণেই জীবন তছনছ হয়ে যায়। জেনে নিন এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ার কিছু সাধারণ কারণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪১
Share:

এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। বিষয়টি সম্পর্ক ধারণা হয়তো সকলেরই রয়েছে। অনেকে আবার প্রত্যক্ষ অভিজ্ঞতারও সাক্ষী। কেউ এই সব সম্পর্ক এনজয় করেন। কারও আবার এই সম্পর্কের কারণেই জীবন তছনছ হয়ে যায়। জেনে নিন এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ার কিছু সাধারণ কারণ।

Advertisement

১) গবেষণায় প্রকাশ খুব কম বয়সে বিয়ে করলে পার্টনারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন মানুষ। সে কারণেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

২) পরিবারের চাপে অপচ্ছন্দের জায়গায় বিয়ে হলে ভবিষ্যতে স্বাভাবিক ভাবেই অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন মানুষ।

Advertisement

৩) সঙ্গী শারীরিক চাহিদা পূরণে অপারগ হলে অন্য কারও প্রতি আকৃষ্ট হয়ে পড়েন অনেকেই।

৪) শারীরিক ভাবে সুখী দম্পতির মানসিক দূরত্ব থাকলে সমমানসিকতার মানুষের প্রতি আকৃষ্ট হওয়া অস্বাভাবিক নয়।

৫) অনেকে একটি প্রেম বা বিয়ের সম্পর্কে বেশিদিন থাকতে পারেন না৷ তাঁরা জীবনভর সম্পর্ক রক্ষা করলেও মনে মনে হাঁফিয়ে ওঠেন৷ ফলে মানসিক ক্লান্তি দূর করতেই অন্য পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হন৷

৬) অনেক সময় সঙ্গীর থেকে প্রত্যাশা পূরণ না হলেও অন্য সম্পর্কে আকৃষ্ট হন মানুষ৷

৭) দায়বদ্ধতা যে কোনও সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বিবাহিত সম্পর্কের দায়বদ্ধতা নিয়ে অনেকেই বিব্রত। বিবাহ বহির্ভূত সম্পর্কে দায়বদ্ধতা প্রায় থাকে না বললেই চলে৷

৮) শুধুমাত্র আলাদা উত্তেজনার আশায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন