Plastic

রোজকার জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানোর ৮ টিপস

নিয়মিত প্লাস্টিকের ব্যবহার থেকে জীবনে ঘনিয়ে আসতে পারে নানা বিপদ। কার্সিনোজেনিক বলে প্লাস্টিকের ব্যবহার বর্জন করার পরামর্শ বহু দিন ধরেই দিয়ে আসছেন পরিবেশবিদরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৮ ০৯:৩৪
Share:
০১ ০৯

নিয়মিত প্লাস্টিকের ব্যবহার থেকে জীবনে ঘনিয়ে আসতে পারে নানা বিপদ। কার্সিনোজেনিক বলে প্লাস্টিকের ব্যবহার বর্জন করার পরামর্শ বহু দিন ধরেই দিয়ে আসছেন পরিবেশবিদরা। প্লাস্টিক একধারে যেমন আমাদের ক্ষতি করে, তেমনই অন্য দিকে ক্ষতি করে পরিবেশেরও। জেনে নিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানোর কিছু টিপস।

০২ ০৯

শপিং বা বাজার করতে যাওয়ার সময় নিজের ব্যাগ নিয়ে যান। যাতে দোকান থেকে প্লাস্টিক না নিতে হয়।

Advertisement
০৩ ০৯

সব সময় ব্যাগে রিইউজেবল জলের বোতল রাখুন। যাতে বাইরে প্লাস্টিকের বোতলে জল কিনে খেতে না হয়।

০৪ ০৯

অফিসে বা বেড়াতে যাওয়ার সময় নিজের কাপ সঙ্গে রাখুন। যাতে বার বার প্লাস্টিকের কাপে চা, কফি না খেতে হয়।

০৫ ০৯

স্কুল, কলেজ, অফিসের লাঞ্চ প্লাস্টিকের বদলে স্টিলের কন্টেনারে নিয়ে যান।

০৬ ০৯

প্যাক করা খাবারের সঙ্গে অনেক জায়গায় প্লাস্টিকের কাটলারি, স্ট্র দেওয়া হয়। যতটা সম্ভব এগুলোর ব্যবহার এড়িয়ে চলুন।

০৭ ০৯

কাঁচা সব্জি, ফল, ড্রাই ফ্রুটস প্লাস্টিকের ব্যাগে রাখা ছাড়ুন। জাল, কাপড়ের ব্যাগ ব্যবহার করুন তার বদলে।

০৮ ০৯

বাড়িতে ডিনার করার ইচ্ছা না হলে রেস্তোরাঁয় গিয়ে খান। কিন্তু টেক অ্যাওয়ে যতটা সম্ভব এড়িয়ে চলুন। অধিকাংশ রেস্তোরাঁর টেক অ্যাওয়ে সার্ভিসেই প্লাস্টিকের কন্টেনারে খাবার দেওয়া হয়।

০৯ ০৯

শুকনো খাবার বা রান্না করা খাবার প্লাস্টিকের কন্টেনারে না রেখে কাচের পাত্রে রাখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement