অতিরিক্ত বায়ুদুষণ বাড়ায় ওজন এবং ডায়াবেটিসের সম্ভাবনা!

সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশ বায়ুদুষণের প্রভাবে বাড়তে পারে আপনার দেহের ওজন এবং জায়াবেটিস হওয়ার সম্ভাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষকের এমনই দাবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৫৯
Share:

ছবি: গেটি ইমেজেস।

বেশ কয়েক বছর ধরেই আপনি আক্রান্ত ডায়াবেটিসে? নিয়মিত চেক আপ করান। ওষুধও খান মেপেজুপে। খাওয়ার ব্যপারেও নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, তবুও কেন বাড়ছে রক্তে শর্করার পরিমাণ তা বুঝতে পারছেন না? আচ্ছা আপনি কী এমন জায়গায় বসবাস করেন যেখানের বাতাস খুবই দুষিত? উত্তর হ্যাঁ হলে এখনই সাবধান হন। কেন না সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশ বায়ুদুষণের প্রভাবে বাড়তে পারে আপনার দেহের ওজন এবং জায়াবেটিস হওয়ার সম্ভাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষকের এমনই দাবি।

Advertisement

ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কয়েকটি গর্ভবতী ইঁদুরকে বেজিংয়ের দুষিত বাতাসের মধ্যে রাখেন। কয়েকটিকে ল্যাবের মধ্যে এয়ার ফিল্টারের মধ্যে রাখেন। দিন কয়েক পর দেখা যায় যে সব ইঁদুরকে দুষিত বাতাসের মধ্যে রাখা হয় তাদের ফুসফুস এবং লিভার বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। টিস্যুও ফুলে গিয়েছে অস্বাভাবিক ভাবে। এদের রক্তে কোলেস্টরলের মাত্রাও খুব বেশি। ওজনও বেড়ে গিয়েছে এই সব ইঁদুরের। ডায়াবেটিসেও আক্রান্ত হয়েছে তারা। খাওয়ারের পরিমাণ এক হলেও ওজন বাড়েনি অন্য ইঁদুরগুলির। গবেষকদের দাবি, দীর্ঘদিন ধরে দুষণের প্রভাবে বাড়তে পারে ওজন। সেই সঙ্গে বৃদ্ধি পায় ডায়াবেটিসের সম্ভাবনা। গবেষণাপত্রটি ফেডারেশন অফ আমেরিকান সোসাইটিজ ফর এক্সপেরিমেন্টাল বায়োলজিতে প্রকাশিত হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর...

Advertisement

• শিশুদের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে রোজের জীবনযাপনই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement