clothes washing tips

গরম জলে সব রকম জামাকাপড় কাচলে বিপত্তি ঘটতে পারে! ৫টি ব্যতিক্রম জেনে নিন

বিশেষ কিছু কাপড় কাচার ক্ষেত্রে গরম জল অপরিহার্য। এ রকম ক্ষেত্রে সাধারণ তাপমাত্রার জলে কাপড় কাচলে সুফল পাওয়া যায় না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৭:০৯
Share:

গরম জলে কোন কোন পোশাক কাচা উচিত? ছবি: এআই।

ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার ক্ষেত্রে সাধারণত কলের ঠান্ডা জল ব্যবহার করা হয়। ঘরের তাপমাত্রার জলে জমাকাপড় কাচা হলে পোশাকের গুণগত মান দীর্ঘ দিন অটুট থাকে। কিন্তু কয়েকটি পোশাক কাচার ক্ষেত্রে প্রয়োজন হয় গরম জল। ঠান্ডা জলে এই ধরনের পোশাক কাচা হলে শুধু সময় নষ্ট হয়। উদ্দেশ্য সফল হয় না।

Advertisement

১) যে সমস্ত পোশাকে ধুলোময়লা বেশি থাকে, তাদের ক্ষেত্রে গরম জল প্রয়োজন হয়। কাদা, মাটি বা খাবারের দাগ তোলার ক্ষেত্রে প্রথমে কাপড় বা পোশাকটিকে গরম জলে কেচে নেওয়া উচিত। এ ক্ষেত্রে ঠান্ডা জলে ধোয়া হলে সাবানের সঙ্গে তা দাগের উপর কার্যকরী হয় না।

২) গামছা, তোয়ালে বা বিছানার চাদর সাধারণ জলে কাচা যায়। কিন্তু নিত্যদিন ব্যবহার হয় বলে, তার মধ্যে সহজেই জীবাণু বাসা বাঁধে। তাই সম্ভাব্য সংক্রমণ এড়াতে এই জিনিসগুলি গরম জলে সাবান দিয়ে কাচা উচিত।

Advertisement

৩) এমন অনেক কাপড় বা পোশাক থাকতে পারে, যেগুলিকে স্যানিটাইজ় করা প্রয়োজন। ধরা যাক, কেউ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। গরম জলে তাঁর পোশাক না কাচা হলে জীবাণু সংক্রমণ হতে পারে। এ ক্ষেত্রে সাবানের সঙ্গে কোনও ডিজ়ইনফেক্টর তরল মিশিয়ে নেওয়া উচিত। তার পর গরম জলে তা চুবিয়ে রাখা উচিত।

৪) সাদা রঙের এবং পাতলা পোশাক সব সময়েই গরম জলে পরিষ্কার করা উচিত। গরম জল এই ধরনের পোশাক থেকে ময়লা বা দাগ দূর করতে সাহায্য করে। তবে পাতলা পোশাকের ক্ষেত্রে জল যেন খুব বেশি গরম না হয়, সে দিকে খেয়াল রাখা উচিত। অন্যথায় পোশাকের রং চটে যেতে পারে।

৫) সাধারণত শীতের পোশাক বেশ কয়েক দিন ব্যবহারের পর কাচা হয়। তাই সহজেই তার মধ্যে ময়লা জমে। শীতের পোশাক কাচার ক্ষেত্রে গরম জলই সেরা ফল দিতে পারে। এ ছাড়াও সিন্থেটিক পোশাকের ক্ষেত্রেও গরম জলে কাচা হলে ভাল পরিষ্কার হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement