Barbie Doll Designer Death

পথ দুর্ঘটনায় নিহত বার্বি পুতুলের দুই নকশাকার! একে অপরের সঙ্গী ছিলেন দু’জন

মারিও এবং জিয়ান্নি যেমন পেশাগত ভাবে এক সঙ্গে বার্বি নকশাকার হিসাবে কাজ করতেন, তেমনই তাঁরা ব্যক্তিগত জীবনেও একে অপরের রোম্যান্টিক সঙ্গী ছিলেন। দীর্ঘ দিনের সম্পর্ক ছিল দু’জনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২০:২৭
Share:

ছবি : সংগৃহীত।

মুখোমুখি গাড়ির সংঘর্ষে মারা গেলেন বার্বি পুতুলের দুই খ্যাতনামী নকশাকার মারিও প্যাগলিনো এবং জিয়ান্নি গ্রোসি।

Advertisement

ঘটনাটি ঘটেছে রবিবার ইটালির এফোর তুরিন-মিলান হাইওয়েতে। গাড়ি চালিয়ে বেড়াতে যাচ্ছিলেন মারিও এবং জিয়ান্নি। আচমকাই এক বৃদ্ধ চালক ইউটার্ন নিয়ে উল্টো দিক থেকে ছুটে আসে। ঘণ্টায় ৮০ মাইল বেগে ধাক্কা মারে মারিও এবং জিয়ান্নির গাড়িতে। ঘটনাস্থলেই পুতুলের দুই নকশাকারের মৃত্যু হয়। তাঁদের গাড়িতে থাকা আরও এক পুরুষ এবং মহিলা যাত্রীও গুরুতর জখম হন। এঁদের মধ্যে এক জন পরে মারা যান। মহিলা যাত্রীটি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মারা গিয়েছেন উল্টো দিক থেকে ছুটে আসা গাড়ির বৃদ্ধ চালকও।

মারিও এবং জিয়ান্নি যেমন পেশাগত ভাবে এক সঙ্গে বার্বি নকশাকার হিসাবে কাজ করতেন, তেমনই তাঁরা ব্যক্তিগত জীবনেও একে অপরের রোম্যান্টিক সঙ্গী ছিলেন। দীর্ঘ দিনের সম্পর্ক ছিল দু’জনের। হামেশাই একসঙ্গেই দেখা যেত তাঁদের।

Advertisement

মূলত বিভিন্ন তারকাদের আদলে যে সমস্ত বার্বি পুতুলের নকশা করা হত, তার কাজ করতেন এই দুই পুতুল শিল্পী। পপ তারকা লেডি গাগা থেকে শুরু করে হলিউড অভিনেত্রী সারা জেসিকা পার্কার, সোফিয়া লরেন এবং গায়িকা চারের পুতুলও বানিয়েছিলেন এই পুতুলশিল্পী দ্বয়।

মারিও এবং জিয়োন্নির মৃত্যুতে শোক জ্ঞাপন করে একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছে বার্বি পুতুল প্রস্তুতকারী সংস্থা। বিবৃতিতে, তাঁরা ওই পুতুল শিল্পী দম্পতির প্রশংসা করে বলেছে, ‘‘দুই শিল্পীই পুতুলের জগৎকে আলাদা রূপ দিয়েছিলেন। তাঁদের অবদান ভোলার নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement