DIY Facepack for Acne free skin

পুজোর আগে মসৃণ এবং পরিচ্ছন্ন ত্বক চান? আগামী এক মাস ব্যবহার করুন তিনটি ফেস প্যাক

সপ্তাহে দু’দিন অথবা তিন দিন পাল্টে পাল্টে ব্যবহার করতে পারেন এই তিন ফেসপ্যাক। নিয়মিত ব্যবহারে সপ্তাহ দু’য়েকের মধ্যেই চোখে পড়বে বদল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৯:১৫
Share:

ছবি : সংগৃহীত।

কোনও সমস্যার সমাধানই এক দিনে হঠাৎ করে হয়ে যায় না। তার জন্য সময় দিতে হয়। নিতে হয় যত্নও। ব্রণের মতো ত্বকের সমস্যা দূর করতে চাইলে নিয়ম নিষ্ঠ ভাবে ত্বকের কিছু যত্ন নেওয়া জরুরি। হাতের কাছে থাকা সাধারণ কিছু উপাদান এক সঙ্গে মিশিয়ে সপ্তাহে দু’-এক বার যদি নিয়ম করে মুখে লাগানো যায়, তবে দেখবেন পুজোর আগে আপনার ত্বক অনেক স্বাস্থ্যোজ্জ্বল, মসৃণ এবং দাগছোপ হীন হয়ে উঠেছে। দেখে নিন কী কী ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

Advertisement

১। হলুদ এবং দইয়ের ফেসপ্যাক :

উপকরণ: ১ চা চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ দই।

Advertisement

প্রণালী: উপকরণগুলো মিশিয়ে মুখে লাগান, ১০-১৫ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

সুবিধা: হলুদে প্রদাহ-বিরোধী এবং জীবাণুনাশক বৈশিষ্ট্য রয়েছে। যা ব্রণ কমাতে সাহায্য করবে।

২। নিমের ফেসপ্যাক :

উপকরণ: ১ টেবিল চামচ নিম গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন।

প্রণালী: মুখে লাগান, প্রায় ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

সুবিধা: নিমেও রয়েছে প্রদাহনাশক উপাদান। এছাড়া এটি ব্যাক্টেরিয়ার সংক্রমণ রোধ করতে এবং অন্যান্য জীবাণুর সংক্রমণ ঠেকানোর জন্যও উপকারী।

৩। মধু এবং দারচিনির ফেসপ্যাক :

উপকরণ: ২ চা চামচ মধু, আধা চা চামচ দারচিনি গুঁড়ো।

প্রণালী: উপকরণগুলো একসাথে মিশিয়ে মুখে লাগান এবং ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

সুবিধা: মধু এবং দারুচিনি উভয়েরই অ্যান্টি ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা ব্রণ কমাতে সহায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement