ছবি : সংগৃহীত।
রোজের ঠোঁটের যত্ন বলতে লিপ বামকেই বোঝেন রূপসচেতন মানুষজন। ঠোঁটে নিয়মিত স্ক্রাব করা, কিংবা ঠোঁটে পুষ্টিকর মাস্ক লাগানোর সময় বা সুযোগ হয় আলেকালে। কিন্তু সেই যে রোজের যত্নের লিপবাম, সেও তো বাজার থেকে কেনা। অর্থাৎ প্রক্রিয়াজাত। অর্থাৎ রাসায়নিক থাকবেই। কারণ যতই প্রাকৃতিক উপাদানে তৈরি হোক, তাকে দীর্ঘ দিন ভাল রাখার জন্য প্রিজ়ারভেটিভ দরকার। কিন্তু লিপ বাম যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তবে দোকানের রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার করবেন কেন? রইল তেমনই ঘরোয়া লিপ বাম বানানোর খুঁটিনাটি।
অরেঞ্জ লিপবাম
উপকরণ: ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ২ চা চামচ মোম, ২ চা চামচ শিয়া বাটার, ৮ ফোঁটা অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, ১/৪ চা চামচ ভ্যানিলা এসেন্স।
প্রণালী: মোম, নারকেল তেল, অলিভ অয়েল ও শিয়া বাটার মাঝারি আঁচে গরম করে তার মধ্যে অরেঞ্জ অয়েল ও ভ্যানিলার নির্যাস মিশিয়ে ঠান্ডা করে ছোট জারে ভরে রেখে দিন।
মিন্ট লিপ বাম
উপকরণ: ১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ আমন্ড অয়েল, ১ টেবিল চামচ মোম, ৮ ফোঁটা পেপারমিন্ট অয়েল।
প্রণালী: তেল ও মাখন দু’মিনিট মাইক্রোওয়েভ আভেনে গরম করুন। মাখন গলে গেলে মোম দিন। সেটা বার করে অল্প ঠান্ডা করে মিন্ট অয়েল মেশান। একটি পাত্রে সংরক্ষণ করুন ও প্রয়োজন মতো ব্যবহার করুন।
ল্যাভেন্ডার লিপ বাম
উপকরণ: ৪ টেবিল চামচ আমন্ড অয়েল, ১ টেবিল চামচ মোম, ১ টেবিল চামচ মধু, ১/৪ চা চামচ ভিটামিন ই অয়েল, সাত ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ১ চা চামচ কোকো পাউডার।
প্রণালী: তেল, মোম ও মধু একসঙ্গে গরম করতে দিন। ঈষদুষ্ণ হলে আঁচ থেকে সরিয়ে তার মধ্যে ল্যাভেন্ডার অয়েল, ভিটামিন ই তেল, কোকো পাউডার মিশিয়ে একটি পাত্রে ভরে বরফ ভর্তি পাত্রের মধ্যে রেখে জমিয়ে নিন।