Shampoo using tips

শ্যাম্পু করার সময় কোন কোন ভুল করে ফেলেন? ঝলমলে চুলের জন্য এড়িয়ে চলুন ৫ ভুল

রূপচর্চা শিল্পীরা জানাচ্ছেন, শ্যাম্পু করার সময় অধিকাংশ মানুষই কিছু সাধারণ ভুল করে ফেলেন। যা চুলের ক্ষতি করতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ২০:৫৪
Share:

ছবি : সংগৃহীত।

চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু করা হয়। কিন্তু সেই শ্যাম্পু করারও কিছু নিয়ম আছে কি? রূপচর্চা শিল্পীরা জানাচ্ছেন, শ্যাম্পু করার সময় অধিকাংশ মানুষই কিছু সাধারণ ভুল করে ফেলেন। যা চুলের ক্ষতি করতে পারে। আগে থেকে জানা থাকলে সেই সব ভুল এড়িয়ে চলা যাবে। চুলও থাকবে স্বাস্থ্যোজ্জ্বল।

Advertisement

খুব গরম জল ব্যবহার করা

গরম জল চুলের কিউটিকল খুলে দেয় এবং মাথার ত্বকের প্রাকৃতিক তেল বা সিবাম ধুয়ে ফেলে। এতে চুলকে শুষ্ক ও দুর্বল হয়ে যায় এবং চুল তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারায়। তাই সবসময় ঈষদোষ্ণ অথবা স্বাভাবিক তাপমাত্রার জল ব্যবহার করুন।

Advertisement

সরাসরি মাথায় শ্যাম্পু লাগানো

অনেকেই শ্যাম্পু সরাসরি মাথার ত্বকে লাগিয়ে থাকেন। এটি করলে এক জায়গায় বেশি শ্যাম্পু জমা হয় এবং চুল ও ত্বকের ক্ষতি হতে পারে। শ্যাম্পু প্রথমে হাতে নিয়ে জল মিশিয়ে ফেনা তৈরি করে তারপর তা মাথার ত্বকে ব্যবহার করুন।

মাথার ত্বক জোরে জোরে ঘষা

শ্যাম্পু করার সময় অনেকে মাথার ত্বক খুব জোরে ঘষে পরিষ্কার করেন। এতে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল পড়তে পারে। শ্যাম্পু মাথায় দেওয়ার পরে আলতো করে আঙুলের ডগা দিয়ে মাসাজ করলেই যথেষ্ট।

পুরো চুলে শ্যাম্পু ব্যবহার

শ্যাম্পু শুধু মাথার ত্বকের ময়লা পরিষ্কার করার জন্য। চুলের লম্বা অংশে শ্যাম্পু ঘষাঘষি করলে তা শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। মাথার ত্বক থেকে যে ফেনা তৈরি হয়, সেটাই চুলের বাকি অংশ পরিষ্কার করার জন্য যথেষ্ট। অনেকে বড় চুলে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করেন। তার কোনও প্রয়োজন নেই।

ভালো করে না ধোয়া

শ্যাম্পু এবং কন্ডিশনারের অবশিষ্টাংশ চুলে থেকে গেলে চুল চিটচিটে ও নিস্তেজ দেখাতে পারে। তা থেকে ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। তাই জল দিয়ে চুল ভালভাবে ধুয়ে ফেলুন, যতক্ষণ না মাথার ত্বক এবং চুল সম্পূর্ণ পরিষ্কার হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement