Hair flip habbit

মেকআপ যেমনই হোক, আসল রহস্য চুলে! মেয়েদের সাজের গোপন কথা ফাঁস করলেন আলিয়া

ইনস্টাগ্রামে একটি সাজের ভিডিয়ো পোস্ট করে আলিয়া নিজেই দর্শকদের জানিয়েছেন ওই বিশেষ অভ্যাসের কথা। লিখেছেন, ‘গুনতে থাকুন ব্যাপারটা কত বার হচ্ছে!’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৪:২০
Share:

এই ‘সাজ’ সারা দিনই চলতে থাকে! জানালেন আলিয়া ভট্ট। ছবি : সংগৃহীত।

ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, চোখে মাসকারা, গাঢ় কাজল, গালে ব্লাশ অন-টিন্ট- ফাউন্ডেশন— যা-ই পরুন না কেন, মহিলাদের সাজগোজে একটি জিনিসের দরকার পড়ে বার বার। যতবার, যত ভাবেই করুন না কেন, কিছুতেই মন ভরে না। মহিলাদের সাজগোজের সেই গোপন কথাটিই ফাঁস করলেন আলিয়া।

Advertisement

আলিয়া নিজে এমনিতে অল্প সাজেন। তাঁর মুখে চড়া মেকআপ দেখা যায় কদাচিৎ। বিয়ের দিন অধিকাংশ মেয়েই জমকালো সাজেন। আলিয়া তাঁর সেই বিশেষ দিনেও মেক আপ করেছিলেন নামমাত্র। ন্যুড লিপস্টিক, মাসকারা, আর হালকা কাজলে সম্পূর্ণ নো-মেক আপ লুকে হাজির হয়েছিলেন বিয়ের মণ্ডপে। তবে ওই বিশেষ কাজটি তিনিও সারা দিনে বার বার করতে থাকেন।

ইনস্টাগ্রামে একটি সাজের ভিডিয়ো পোস্ট করে আলিয়া নিজেই দর্শকদের জানিয়েছেন ওই অভ্যাসের কথা। লিখেছেন, ‘গুনতে থাকুন ব্যাপারটা কত বার হচ্ছে’!

Advertisement

ভিডিয়োয় আলিয়াকে দেখা যাচ্ছে মেক আপ করতে। তাঁর চুলে অল্প ভিজে ভাব। সম্ভবত তার উপর হেয়ার সিরামও লাগিয়েছিলেন। তাই শুরুতেই চুল ঠিক করতে দেখা যায়, বেশ কয়েক বার। ঠিক সেই সময়েই নীচে ফুটে ওঠে একটি লেখা, ‘‘গুনতে থাকুন আমি কত বার চুল ওল্টাই।’’

শুরু হয় মেক আপ পর্ব। প্রথমে প্রাইমার, তার পরে টিন্ট, ময়েশ্চারাইজ়ার, ফাউন্ডেশন, লিপ বাম, লিপ কালার, গ্লস মাস্কারা, আই শ্যাডো, পাউডার, ব্লাশ— ইত্যাদি আর এই সবের মাঝে মাঝেই দু’-একবার করে আঙুল দিয়ে চুল ওল্টাতে দেখা যায় আলিয়াকে। গুনে দেখা যায় ২ মিনিটেরও কম সময়ে অন্তত ন’বার চুলে আঙুল চালিয়ে উল্টে পাল্টে দিয়েছেন আলিয়া। শেষে আরও একটি লেখা ফুটে ওঠে পর্দায়, ‘‘ক্যামেরার সামনে ৯ বার কিন্তু ক্যামেরার আড়ালে আরও ৯৯ বার...’’ অর্থাৎ সাজ যেমনই হোক চুল ওল্টানোর কাজ সারা দিন অজস্র বার চলতে থাকে।

মেয়েদের চুলে ওল্টানোর অভ্যাস খানিকটা সহজাত। নায়িকাদের ক্ষেত্রে আবার সেই অভ্যাসকে খানিকটা তাঁদের আবেদনের সঙ্গেও জুড়ে দেওয়া হয়। বিশেষ করে চুল যদি হয় ভেজা, তবে তো কথাই নেই। নব্বইয়ের দশকের সিনেমায় নদীতে, সমুদ্রে বা সুইমিং পুলে নায়িকারা নামলে, তাঁদের ভিজে চুল ওল্টানোর দৃশ্য ছিল এর রকম বাধ্যতামূলক। এ যুগেও চুল ওল্টানোকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন বহু নায়িকা। বলিউড অভিনেত্রীদের মধ্যে যেমন প্রিয়ঙ্কাকে বলা হয় ‘কুইন অফ হেয়ার ফ্লিপ’। পর্দায় বা ক্যামেরার সামনে চুল ওল্টানোর শিল্পে এগিয়ে রয়েছেন জাহ্নবী কপূর, দীপিকা পাড়ুকোন, ডায়ানা পেন্টি, করিনা কপূরও। তবে আলিয়া বোঝালেন, ক্যামেরা অন থাকুক বা অফ মেয়েদর চুল ওলট-পালট করার ‘সিলসিলা’ চলতেই থাকে। ওটিই ভাল সাজের গোপন কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement