Athiya Shetty Eye Patch

চোখের তলায় ফোলা ভাব, কালি দূর হয় না শতচেষ্টায়! অথিয়ার মতো ‘আই প্যাচ’ বানিয়ে নিন ঘরেই

সম্প্রতি অথিয়া শেট্টীর ত্বকচর্চার একটি টোটকার অনুরাগী হয়ে উঠেছেন নেটাগরিকেরা। দোকান থেকে কেনা সামগ্রীর প্রতি নির্ভরতা ত্যাগ করে হেঁশেলের উপর ভরসা করার পরামর্শ দেন ক্রিকেট তারকা কেএল রাহুলের স্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৭:৫০
Share:

অথিয়ার শেট্টীর রূপচর্চা। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী থেকে নেটপ্রভাবী হয়ে উঠেছেন সুনীল শেট্টীর কন্যা অথিয়া শেট্টী। আর নিজের রূপচর্চা, ত্বকচর্চা, স্বাস্থ্যচর্চার সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করছেন অনুগামীদের। সম্প্রতি তাঁর ত্বকচর্চার একটি টোটকার অনুরাগী হয়ে উঠেছেন নেটাগরিকেরা। দোকান থেকে কেনা সামগ্রীর প্রতি নির্ভরতা ত্যাগ করে হেঁশেলের উপর ভরসা করার পরামর্শ দেন ক্রিকেট তারকা কেএল রাহুলের স্ত্রী।

Advertisement

চোখের তলার ফোলাভাব, কালি নিয়ে অনেকেই বিব্রত হয়ে পড়েন। কিন্তু বাজারজাত ‘আই প্যাচ’ তেমন কার্যকরী নয়, উপরন্তু খরচের কথাও চিন্তা করতে হয়। তাই সমাধান নিয়ে এলেন অথিয়া। ঘরেই বানানো যায় চোখের তলার প্যাচ। শিখে নিতে পারেন তারকার থেকে।

উপকরণ

Advertisement

২ টেবিলচামচ ভর্তি গ্রাউন্ড কফি (দানা কিনে গুঁড়িয়ে নেওয়া)

এক চতুর্থাংশ কাপ ঈষদুষ্ণ জল

কয়েকটি বরফের কিউব

২টি তুলোর প্যাড

চোখের তলার কালি নিয়ে বিব্রত হয়ে পড়েন? ছবি: সংগৃহীত।

প্রণালী

কফির মিশ্রণ- ছোট একটি পাত্রে ঈষদুষ্ণ জল ঢেলে তাতে গ্রাউন্ড কফি ভাল করে মিশিয়ে নিন। যত ক্ষণ না জলে মিশে যাচ্ছে, তত ক্ষণ জলে কফি নাড়িয়ে যেতে হবে।

শীতলকরণ- কয়েকটি বরফের কিউব তাতে ঢেলে দিন, যাতে মিশ্রণটি ঠান্ডা হয়ে যায়। এতে চোখের তলায় আরাম পাবেন।

প্যাচের প্রস্তুতি- তুলোর দু’টি প্যাড কেটে নিন। চোখের তলার আকৃতি অনুকরণ করে কাটলে সুবিধা হবে প্যাচ হিসেবে সেখানে বসাতে।

তুলোর প্যাডের প্রস্তুতি- ঠান্ডা কফির মিশ্রণ তুলোর প্যাডে চুবিয়ে নিন, যাতে ভাল ভাবে ভিজে যায়।

প্রয়োগের নিয়ম

প্যাড দু’টি প্রস্তুত করার পর চোখের তলায় বসিয়ে দিন। ১৫-২০ মিনিট ও ভাবেই রাখা থাকুক চোখের তলায়। যদি দেখেন, তখনও তুলোর প্যাড শুকিয়ে যায়নি বা সমস্ত উপাদান ত্বকে শোষিত হয়নি, তা হলে আরও খানিক ক্ষণ রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement