IPL final 2025

আইপিএল ফাইনালে বিরাটের সঙ্গেই নজরে অনুষ্কার পরনের নীল জিন্‌স, বিশেষত্ব কী? দাম কত?

মঙ্গলবার আইপিএল ফাইনালের সন্ধ্যায় বিরাট কোহলির সঙ্গেই নজরে ছিলেন অনুষ্কা শর্মা। অভিনেত্রীর ফ্যাশনও চর্চায় ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৭:৫৭
Share:

মঙ্গলবার আইপিএল ফাইনালে বিরাট-অনুষ্কা। ছবি: রয়টার্স।

মঙ্গলবার রাতে ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র প্রথম আইপিএল ট্রফি জয়ের সঙ্গে সঙ্গেই বিরাট কোহলির মুকুটে নতুন পালক জুড়েছে। স্বামীর প্রথম আইপিএল ফাইনাল জয়ের সাক্ষী থাকতে অহমদাবাদের স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা। বেঙ্গালুরু যতই জয়ের দিকে এগিয়েছে, ততই উচ্ছ্বাস ধরা পড়েছে অভিনেত্রী চোখে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর বিরাট-অনুষ্কাকে একসঙ্গে মাঠেও দেখা গিয়েছে। পাশাপাশি, মঙ্গলবার অনুষ্কার ফ্যাশন স্টেটমেন্টও আলাদা করে নজর কেড়েছে।

Advertisement

ফ্যাশনের ক্ষেত্রে অনুষ্কা সব সময়েই স্বকীয়তার ছাপ রাখতে পছন্দ করেন। মঙ্গলবার সন্ধ্যায় অহমদাবাদের গরমের কথা মাথায় রেখেই তিনি ঢিলেঢালা পোশাক নির্বাচন করেছিলেন। সাদা শার্টের সঙ্গে আলাদা করে নজর কেড়েছে অভিনেত্রীর পরনের সাদা পাথর বসানো জিন্‌সটি। সোনালি ঘড়ি, বালা এবং কানের দুল অভিনেত্রীর সাদা-নীল লুকটির সঙ্গে বৈপরীত্য তৈরি করেছিল।

মঙ্গলবার আইপিএল ফাইনালে মাঠে অনুষ্কা শর্মা। ছবি: পিটিআই।

জানা গিয়েছে, আইপিএল ফাইনালের সন্ধ্যায় অনুষ্কা আলেকজ়ান্ডার ওয়াংয়ের ওভারসাইজ়ড শার্ট পরেছিলেন। অভিনেত্রীর জিন্‌সটি তৈরি করেছে ফরাসী পোশাক প্রস্তিতকারক সংস্থা ‘স্যান্ড্রো’। পোশাকশিল্পী ইভলিন চেটরাইট এই জিন্‌সটির নক্সা করেছেন। জিন্‌সের সঙ্গেই কম্বিনেশনটিকে সম্পূর্ণ করতে একই রকম পাথর বসানো একটি ডেনিম জ্যাকেটও সংস্থাটি তৈরি করে। যদিও মঙ্গলবার অনুষ্কার সঙ্গে জ্যাকেটটি ছিল না। শুধু জিন্‌সটির দামও নজরকাড়া। সূত্রের দাবি, মুক্তো সদৃশ পাথর বসানো জিন্‌সটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ হাজার টাকা। অনুরাগীদের একাংশ সমাজমাধ্যমে অনুষ্কার এই লুকের প্রশংসা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement