Hair Dye

তেলের গুণেই রঙিন হবে কেশ, রাসায়নিক ছাড়া কোন উপকরণে রং ধরবে চুলে, শিখে নিন পন্থা

বার্গন্ডির মতো রংও হবে রাসায়নিক ছাড়া। কোন তেল এমন বাজিমাত করবে, তা কোথায় পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৯:৫৮
Share:

চুলে রং হবে ঘরোয়া তেলেই। ছবি: সংগৃহীত।

ঘরোয়া উপকরণে চুল কালো করার পন্থা নতুন নয়। কিন্তু যদি চান, চুল হোক লাল কিংবা তাতে থাক বার্গন্ডির ছোঁয়া— তখন কি বাজারচলতি রংই বেছে নিতে হবে? রাসায়নিক যুক্ত রঙে কেশে বাহার আসে ঠিকই, কিন্তু চুল রং করা, তার পরে রাসায়নিকের ব্যবহারেই সেই রং ধরে রাখতে গিয়ে চুলের বারোটা বেজে যায়। তা ছাড়া, চুলের ধরন রুক্ষ হলে ক্ষতির বহরও বাড়ে।

Advertisement

স্বাস্থ্যোজ্জ্বল চুল আর মনের মতো রং, দুটোই একসঙ্গে পেতে চান? তা হলে ব্যবহার করুন বিশেষ তেল। দোকানে খোঁজ করতে হবে না। সেই তেল বানানো যাবে বাড়িতেই। ভেষজ উপকরণে তৈরি তেল চুলের ক্ষতি তো করবেই না, উল্টে বেহাল কেশে জেল্লা ফেরাবে। তবে এটাও ঠিক, এই রং রাসায়নিক রঙের মতো দীর্ঘস্থায়ী হবে না।

রঙিন তেলের উপাদান

Advertisement

১ টি বিট

৩ টেবিল চামচ নারকেল বা আর্গন অয়েল

পদ্ধতি: বিট টুকরো করে মিক্সারে ঘুরিয়ে লাল রস বার করে নিন। বিটের রসের সঙ্গে সমপরিমাণ তেল ভাল করে মিশিয়ে নিন। লাল তেল চুলে ভাল করে মাখান। মাসাজ করুন। ঘণ্টাখানেক রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতই চুলে রং ধরবে। বার্গন্ডির মতো রং আসবে।

অন্য রঙের জন্য

১টি গাজর

৩ টেবিল চামচ নারকেল বা আর্গন অয়েল

গাজরের রস করে তেলে মিশিয়ে নিন। মাথায় ভাল করে মেখে এক ঘণ্টা রাখুন। তার পর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। হালকা কমলা রং আসবে এতে। সপ্তাহে এক দিন করে এমন ভাবে তেল মাখলেই চুলের রং বজায় থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement