ছবি : সংগৃহীত।
পুজো প্রায় এসেই পড়ল। আর হাতে এক মাস মতো সময়। আর এখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখছেন মুখে বলিরেখা পরেছে। পুজোয় কি তবে বয়স্ক লাগবে? এই চিন্তা করলে বলিরেখা বাড়তে পারে। তাই চিন্তামুক্ত হয়ে বলিরেখা দূর করার জন্য ব্যবহার করুন একটি বিশেষ ফেসমাস্ক। যা ত্বককে ভাল রাখার পাশাপাশি দূর করবে বলিরেখাও।
উপকরণ:
১ টেবিল চামচ ওটমিল পাউডার (গুঁড়ো ওটস)
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ মধু
১-২ চা চামচ কাঁচা দুধ বা জল (পেস্ট তৈরি করতে)
প্রণালী:
একটি ছোট পাত্রে, ওটমিল গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মধু মিশিয়ে নিন। ধীরে ধীরে দুধ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। মুখ পরিষ্কারচোখের অংশ বাদ দিয়ে মুখ এবং ঘাড়ে মাস্কটি লাগান। ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। তার পরে হালকা গরম জল দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন। এবং ময়েশ্চারাইজ় করে নিন।
কেন উপকারী?
ওটমিল:
এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে, ত্বকের মৃত কোষ দূর করে। ত্বককে আরাম দেয় এবং প্রদাহ প্রশমিত করে। যা বলিরেখা কমাতে কার্যকরী।
হলুদ:
এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট এবং প্রদাহনাশক উপাদান ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। যা সূক্ষ্ম রেখা এবং বলিরেখা কমাতে সাহায্য করতে পারে।
মধু:
মধু ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। শুষ্ক ত্বকে বলিরেখা পড়ে বেশি।
কয়েকটি বিষয় মাথায় রাখুন
মাস্কটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন।
তবে তার আগে অ্যালার্জি পরীক্ষা করার জন্য আপনার হাতে আগে একটি প্যাচ টেস্ট করে দেখে নিন অস্বস্তি হচ্ছে কি না। ।