Makeup Hacks for Durga Puja

মুখের মেদ নিয়ে অস্বস্তিতে? পুজোর সময়ে কী ভাবে মেক আপ করলে তীক্ষ্ণ দেখাবে চেহারা

মুখের বাড়তি মেদ নিয়ে অনেকেই অস্বস্তিতে থাকেন। সামনেই পুজো। মুখের মেদ ঝরিয়ে ফেলার মতো সময়ও হাতে নেই। অগত্যা মেক আপ দিয়েই করতে হবে কারসাজি। কী ভাবে রূপটান করলে মুখ তীক্ষ্ণ দেখাবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৪
Share:

যাঁদের ওজন একটু বেশি, মেক আপ করলে মুখ আরও ভারী দেখায়। ছবি- প্রতীকী

কিছু দিন পরে আসছে শারদোৎসব। বাঙালির উৎসব মানেই খাওয়াদাওয়া, সাজগোজ। সুন্দর দেখানোর জন্য, নতুন পোশাকের সঙ্গে সঠিক রূপটান করা জরুরি। যাঁদের ওজন একটু বেশি, মেক আপ করলে মুখ আরও ভারী দেখায়। তবে রূপটান করার সময়ে কয়েকটি কায়দা মাথায় রাখলে তীক্ষ্ণ দেখাবে মুখ।

Advertisement

১) মুখ তীক্ষ্ণ দেখাতে কনট্যুর বেশ জনপ্রিয়। চলতি কথায়, যাকে গাল কাটা বলা হয়। রূপটান শুরুর আগে কনট্যুর পেন্সিল দিয়ে গালের দু’পাশে কেটে নিন। মুখের বাড়তি মেদ বোঝা যাবে না।

রূপটান করার সময়ে কয়েকটি কায়দা মাথায় রাখলে তীক্ষ্ণ দেখাবে মুখ। ছবি- প্রতীকী

২) ‘ডবল চিন’ ঢাকতে চোখের সাজে বাড়তি নজর দিন। ‘স্মোকি আইজ’ করতে পারেন। হালকা করে পোশাকের সঙ্গে মিলিয়ে ব্লাশ অনও লাগিয়ে নিতে পারেন।

Advertisement

৩) মুখের বাড়তি মেদ ঢাকতে শুধু চোখ নয়, ঠোঁটের মেক আপও খানিক আলাদা করতে হবে। গাঢ় কোনও রঙের লিপস্টিক পরুন। তার আগে লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন