নিমের কী কী ফেসপ্যাক বানিয়ে মাখলে ব্রণ-ফুস্কুড়ি উধাও হবে তাড়াতাড়ি? ছবি: ফ্রিপিক।
পুজোর ক'দিন জমকালো সেজেছেন। সকাল-বিকেলে মুখে মেকআপ দিয়ে ত্বকের দফারফা হয়েছে। তার উপর রোদ-বৃষ্টিতে বাইরে ঘোরাঘুরিও হয়েছে। সব মিলিয়ে ত্বকের খারাপ দশা। তার উপরে গালে, কপালে ছোট ছোট ব্রণ বেরিয়ে গিয়েছে। ত্বকের হাল ফেরাতে সবচেয়ে উপযোগী হতে পারে নিম। বাড়িতেই নিমপাতা দিয়ে তৈরি কিছু ফেসপ্যাক ব্যবহার করলে ব্রণ তো কমবেই, ত্বকের স্বাভাবিক জেল্লাও ফিরে আসবে।
নিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিব্যাকিটিরিয়াল উপাদান, যা ত্বকের যে কোনও সমস্যা দূর করতে সহায়তা করে। সেই সঙ্গে ত্বকের দাগছোপ দূর করে ত্বককে উজ্জ্বলও করে। ঘরোয়া নিমের রূপটানেই বর্ষাকালে ত্বকের নিষ্প্রাণ দশা থেকে মুক্তি পাবেন।
নিমের কী কী ফেসপ্যাক ব্যবহার করবেন?
নিম-মধুর প্যাক
কয়েকটি নিমপাতা সামান্য জল দিয়ে ভাল করে বেটে নিন। এ বার তার মধ্যে ২ চামচ মধু ও সামান্য দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভাল করে মুখে লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর জল দিয়ে ধুয়ে নিলে ত্বক পরিষ্কার হয়ে যাবে।
নিম-হলুদের ফেসমাস্ক
১০-১২টি নিমপাতা এক সঙ্গে বেটে নিন। তারপর এতে ৩ চামচ হলুদ মিশিয়ে নিন। মিশ্রণটি ভাল করে মুখে লাগিয়ে রাখুন। মিনিট ২০ পর জল দিয়ে ধুয়ে নিলেই ত্বকের কালচে ভাব দূর হবে।
নিম ও মুলতানি মাটি
তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা বেশি হয়। সে ক্ষেত্রে নিম পাতা বেটে তার সঙ্গে মুলতানি মাটি ও কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। এই প্যাক ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
নিম-অ্যালো ভেরার প্যাক
নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। ২ চামচ নিমের গুঁড়োর সঙ্গে এক চামচ অ্যালো ভেরা জেল ও এক চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখে, হাতে মেখে মিনিট ১৫ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই ত্বকের জেল্লা ফিরবে।