রঙের ছোঁয়ায় সাজুক আঁখি। বছর শেষে আইলাইনারে বেছে নেবেন কোন রং? ছবি: সংগৃহীত।
‘দেখেছি তার কালো হরিণ চোখ’।
সেই কাজল কালো চোখের আহ্বান এড়ায়, এমন সাধ্যি কার? তবে কৃষ্ণবর্ণ নয়, বর্ষবরণ হোক রঙিন। রঙিন সাজপোশাক, কেতাদুরস্ত জ্যাকেট-পোশাকের সঙ্গে চোখও সাজুক রঙের ছোঁয়ায়। শিমারি, গ্লিটারি আইশ্যাডোর চল এখন চোখের মেকআপে। তারই সঙ্গে জুড়ে নিন রং বেরঙের গ্লিটারি আইলাইনারও। রূপটান স্বল্প হলেও চলবে, তবে এমন রঙিন-গ্লিটারি আইলাইনারের সুনিপুণ টান থাকলে, চোখজোড়া যে নজর কাড়বেই, তাতে কোনও সন্দেহ নেই।
সময়ের সঙ্গে সঙ্গে বদল হয়েছে রুচি, পছন্দ, ফ্যাশনে। এখন ‘মিনিমালিস্টের’ চল, অর্থাৎ সাজপোশাক হবে বাহুল্যবর্জিত, তাতে থাকবে সুচারু শিল্প নৈপুণ্য। তবে তা বলে জমকালো সাজও একেবারে হারিয়ে যায়নি। নায়িকারা অনেক সময় ‘নো মেকআপ লুক’-এ ধরা দিলেও, তাঁদের চোখের মেকআপে থাকে রং বৈচিত্র। আইলাইনার থেকে শ্যাডোতে থাকে গাঢ় রঙের ছোঁয়া। থাকে গ্লিটারের ঔজ্জ্বল্য।
বছরশেষে শীতের মরসুমে ঠিক এমন ভাবেই সাজতে পারেন নায়িকাদের কায়দায়। সোনম কপূর থেকে প্রিয়ঙ্কা চোপড়া, কিয়ারা আডবানী, শ্রদ্ধা কপূরেরা বিভিন্ন সময় আইলাইনারের জাদুতেই তাঁদের নয়নযুগলকে সাজিয়েছেন। কখনই উইং আইলাইনার, কখনও আবার সোনালিরঙা গ্লিটারি আইলাইনারে চোখের পাতায় ঝিলিক এনেছেন অভিনেত্রীরা। কেউ আবার গাঢ় রং ছেড়ে পরেছেন বাদামি।
গ্লিটারি আইলাইনার যে ফিরেছে নতুন মোড়কে, নতুন রঙে, বৈচিত্রে তা টের পাওয়া যায় প্রসাধনীর বাজারে চোখ রাখলেই। বড় বড় ব্র্যান্ড এখন রকমারি গ্লিটারি আইলাইনার বিক্রি করছে। হালকা, গাঢ় তো বটেই কখনও দুই-তিন রঙের মিশ্রণে এক নতুন রং-বৈচিত্র্ও ধরা দিচ্ছে। এর সুবিধা একটাই, চোখের আকার অনুযায়ী কায়দা করে তা লাগিয়ে নিতে পারলেই হল। আইলাইনারই দেখাবে জাদু।
বেগনি ছটা
বেগনি আইলাইনার দিয়েও সাজিয়ে তোলা যায় চোখ। অভিনেত্রী সোনম কপূর সেজেছিলেন এমন ভাবেই। ছবি:সংগৃহীত।
বর্ষশেষের পার্টি হোক বা সান্ধ্য ঘোরাঘুরি, চোখ সাজিয়ে তুলতে পারেন অভিনেত্রী সোনম কপূরের কায়দায়। মেটালিক পার্পল আইলাইনারের ছোঁয়া চোখে আনবে নাটকীয়তা। হালকা রঙের পোশাকের সঙ্গেও তা যেমন মানানসই হবে, তেমন বেগনি ঘেঁষা পোশাকের সঙ্গেও তা ভাল লাগবে।
সোনালি আভা
সোনালি রঙা গ্লিটারি ছোঁয়ায় অন্য মাত্রা পাক চোখের সাজ। ছবি:সংগৃহীত।
কালো, গাঢ় মেরুন, সোনালি ঘেঁষা পোশাকের সঙ্গে রঙের বৈপরীত্য তৈরি করতে ব্যবহার করতে পারেন সোনালিরঙা গ্লিটারি আইলাইনার। ঐশ্বর্যা রাই বচ্চন থেকে সোনম কপূর— বি-টাউনের বহু অভিনেত্রীকে এমন চোখের মেকআপ করতে দেখা গিয়েছে। দেশীয় বা পশ্চিমী— দুই ধরনের পোশাকেই ঠিক ভাবে সাজতে পারলে এমন আইলাইনার নজর কাড়বে।
নীলের গভীরতা
আশমানি নীলে লাইনারে সেজেছেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।
নীল কি ভীষণ প্রিয়? এ এক এমন এক রং, যাতে অদ্ভুত এক গভীরতা এবং মায়া রয়েছে। এই রঙের বৈচিত্রও আছে। কখনও তা গাঢ় নীল, কখনও তাতে মেশে সবুজ, কখনও তা আকাশি। নীলের গ্লিটারি আইশ্যাডোয় বরাবরই সাজতে ভালবাসেন অভিনেত্রীরা। শ্রদ্ধা কপূর থেকে কৃতী শ্যানন, প্রিয়ঙ্কা চোপড়াদের মতোই নীল আইলাইনারের ছোঁয়ায় সাজাতে পারেন চোখজোড়া।
সবুজের ছোঁয়া থাক আঁখিকোণে
সবুজ আইলাইনারেও সেজে ওঠা যায় দেখালেন শিল্পা শেট্টী। ছবি:সংগৃহীত।
গাঢ় সবুজ, গ্লিটারি আইলাইনারেও সাজিয়ে তুলতে পারেন চোখ। শিল্পা শেট্টি, কৃতী শ্যানন, সোনাক্ষী সিনহার থেকে শিখে নিতে পারেন এমন সাজ। শাড়ি হোক বা পশ্চিমী ধাঁচে আটোসাঁটো পোশাক— সব কিছুর সঙ্গেই মানানসই হতে পারে সবুজ গ্লিটারি আইলাইনার।
রামধনু খেলুক চোখে
চোখ হোক বর্ণময়। ছবি:সংগৃহীত।
কোনও একটি বিশেষ রং নয়, নতুন চল বলছে, আইলাইনারে একসঙ্গে থাকুক গ্লিটার এবং ২-৩ রকম রঙের ছোঁয়া। আইলাইনারের একটি টানেই চোখে ফুটে উঠবে নানা শেডের রং। বেগনি, সবুজ, নীলচে— এমন অনেক রংই খেলা করবে আঁখিতে।