Moringa Powder in Henna for Hair

মাথায় হেনা করবেন? সঙ্গে মিশিয়ে নিন এক চামচ সব্জির গুঁড়ো, চুল হবে রেশমের মতো কোমল

এই শীতে চুলের যত্ন নেওয়ার জন্য পুরনো পন্থায় ফিরে যেতে পারেন। তেমনই পথ বাতলে দিলেন কেশসজ্জাশিল্পী জাওয়েদ হবীব। মাথায় হেনা করার পরামর্শ দিলেন। পাশাপাশি আরও এক উপাদান মেশানোর জন্য সুপারিশ করলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ২০:১৯
Share:

হেনার সঙ্গে কী মাখবেন চুলে? ছবি: সংগৃহীত।

এক দিকে যেমন কেরাটিন ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার বোটক্স, ব্রাজ়িলিয়ান ব্লোআউটের মতো ট্রিটমেন্টের চল বেড়েছে, অন্য দিকে ঘরোয়া পদ্ধতির উপরও বিশ্বাস তৈরি হয়েছে। নতুন যুগের কেশচর্চার দুনিয়ায় সাম্প্রতিক ও সাবেকের সহাবস্থান বেশ ভালই চলছে। স্বাস্থ্যসচেতনদের মধ্যে ঘরোয়া টোটকার প্রতি আকর্ষণ বেশি দেখা যাচ্ছে। তাই এই শীতে চুলের যত্ন নিতে নয়া কৌশল প্রয়োগ করুন, আর তার জন্য পুরনো পন্থায় ফিরে যেতে পারেন আপনিও। পথ বাতলে দিচ্ছেন কেশসজ্জাশিল্পী জাওয়েদ হবীব।

Advertisement

মাথায় হেনা করার পরামর্শ দিচ্ছেন তিনি। কেবল তা-ই নয়, সঙ্গে এক চামচ সজনে গুঁড়ো মিশিয়ে দিতে বলছেন জাওয়েদ। সমাজমাধ্যমে ভিডিয়ো করে জাওয়েদ বললেন, ‘‘হেনার প্যাক তৈরির সময়ে এক চামচ সজনে গুঁড়ো মিশিয়ে দিন। এতে চুল নরম, মসৃণ এবং মজবুত হবে।’’

সজনেগুঁড়ো দিয়ে চুলের যত্ন। ছবি: সংগৃহীত।

চুলের যত্নে হেনা এবং সজনের উপকারিতা

Advertisement

প্রাকৃতিক রং হিসাবে হেনা খুবই কার্যকরী। তবে চুলের যত্নেও অনেকে মেহন্দি করেন। পাকা চুল ঢাকা দেওয়া ছাড়াও হেনা চুলের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। কী কী গুণ রয়েছে হেনার?

· হেনা চুল নরম ও মসৃণ করতে সক্ষম। তাই তাকে প্রাকৃতিক কন্ডিশনার বলা হয়।

· চুলের গোড়া থেকে আগা মজবুত করে। বিশেষ করে শীতের সময়ে চুলের শুষ্কতা ও রুক্ষতা দূর করতে পারে।

· চুলের খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে হেনা খুবই কার্যকরী।

· সূর্যের ক্ষতিকর রশ্মি ও ধুলোময়লা থেকে চুলকে রক্ষা করে হেনা।

· মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি মাথার ত্বকে সেবাম অর্থাৎ তেল উৎপাদনকেও নিয়ন্ত্রণে রাখে।

· চুল ঝরে পড়া কমিয়ে নতুন করে গজাতেও সাহায্য করে হেনা।

হেনায় সজনে মেশালে কী কী উপকার মিলবে?

· চুলে প্রাকৃতিক রং ধরার পাশাপাশি পুষ্টির জোগান দেবে এই দুয়ের যুগলবন্দি।

· ভিটামিন এ, সি এবং ই, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট চুলের ফলিকলগুলিকে মজবুত করে।

· মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করে নতুন চুল গজাতে সাহায্য করে।

· চুলে জট ধরা, ছিঁড়ে যাওয়া, আগাফাটা ইত্যাদির সমস্যা কমিয়ে দিতে পারে সজনে এবং হেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement