Perfume Trick

শরীরের তিন বিন্দুতে সুগন্ধি মেখেও ঘামের গন্ধ? কৌশলে ছোট বদল আনলেই সুবাস ছড়াবে সারা দিন

সুগন্ধির প্রভাব বেশি ক্ষণ থাকে না? বার বার পারফিউম মাখতে হয় বাড়ির বাইরেও। না হলেই ঘামের গন্ধ পাওয়া যায়। বিব্রত হওয়া থেকে বাঁচতে সহজ টোটকা প্রয়োগ করে দেখুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১২:০৮
Share:

সুগন্ধি ব্যবহারের সেরা কৌশলটি জানেন কি? ছবি: সংগৃহীত।

বাড়ি থেকে বেরোলেন সুগন্ধি মেখে। রোদে পুড়ে ঘামে ভিজে অফিস পৌঁছোলেন। সেই সময়ের মধ্যেই সে সুগন্ধি উবে গিয়েছে। এমনটা কি আপনার সঙ্গে হয়? বার বার সুগন্ধি না মাখলে ঘামের গন্ধ জাঁকিয়ে বসে? দায়ী কিন্তু সুগন্ধি। তাই সুগন্ধি প্রয়োগ করার এমন একটি টোটকা জেনে নিতে পারেন, যা চমকে দিতে পারে যে কাউকে। কিন্তু আবার কাজেও আসতে পারে। আপনার মেকআপের রুটিনের সঙ্গে জুটি বাঁধবে সুগন্ধি। আর তাতেই ফল মিলতে পারে। এমনিতে গলায়, বাহুমূলে সুগন্ধি মাখার অভ্যাস রয়েছে? কিন্তু দিনের মাঝে এসে সন্দেহ তৈরি হয় নিজের মনে, ‘‘আদৌ সুগন্ধি মেখেছিলাম তো?’’ এমন উপায়ে সুগন্ধি মাখুন, যা দিনভর টিকে থাকবে। ধীরে ধীরে যেন সেই সুবাসেই মানুষ আপনার অস্তিত্ব টের পাবেন। কী সেই কৌশল?

Advertisement

পাল্‌স পয়েন্টে, গলায়, কানের পিছনে সুগন্ধি মাখা থেকে শুরু করে মিস্ট স্প্রে করে তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, অথবা ময়েশ্চারাইজ়ারের উপর সুগন্ধি মাখা, সব কৌশল প্রয়োগ করেও উপকার পান না অনেকে। সে ক্ষেত্রে নতুন টোটকা মেনে দেখতে পারেন। টোটকার উৎপত্তি সমাজমাধ্যম। কিন্তু উদ্দেশ্য সফল হচ্ছে বলেই দাবি করছেন অনেকের। এই কৌশলের জন্য প্রয়োজন কেবল আপনার মেকআপের বাক্সের প্রাইমারটি।

জেনে নিন ধাপগুলি—

Advertisement

১। ত্বক পরিষ্কার করতে হবে একেবারে শুরুতে। মেকআপের প্রথম বেস যে ভাবে তৈরি করেন, সে ভাবেই ক্লিনজ়ার আর টোনার দিয়ে মুখ পরিষ্কার করে আসতে হবে।

২। পাল্‌স পয়েন্টে প্রাইমার মেখে নিন। তার পর একেবারে গলায় এবং কানের পিছনে। অর্থাৎ যেখানে যেখানে আপনি সুগন্ধি মাখেন, সেখানে সেখানে প্রাইমার ব্যবহার করুন। পুরোপুরি শুষে না নেওয়া পর্যন্ত আলতো করে মাসাজ করে নিন।

৩। ১৫ সেন্টিমিটার দূর থেকে সুগন্ধি স্প্রে করুন প্রাইমার মাখানো জায়গাগুলিতে। মাসাজ করবেন না, ঘষবেনও না। ধীরে ধীরে সেটি বসে যাবে শরীরে।

দীর্ঘ মেয়াদের সুগন্ধির উপস্থিতি চাইলে, এই টোটকা ব্যবহার করতে পারেন। প্রাইমারের উপর সুগন্ধি দীর্ঘ ক্ষণ বসতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement