Hyperpigmentation Remedies

রোদে বেরিয়ে কালচে ছোপ ধরেছে কপালে-গালে, কী ভাবে দাগছোপ উঠবে, জেনে নিন ঘরোয়া টোটকা

চড়া রোদে বেশি ক্ষণ থাকলেই ত্বকে র‍্যাশ হবে। যদি সারা ত্বকে তিলের মতো দাগ, মাংসপিণ্ড গজাতে থাকে তা হলে দেরি না করে ত্বক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৮:২৮
Share:

রোদে বেরিয়ে দাগছোপ পড়ছে, ব্রণ-র‌্যাশে নাজেহাল, সমাধানের উপায় কী? ছবি: ফ্রিপিক।

রাস্তায় বের হলেই ঝাঁ ঝাঁ রোদে প্রাণ ওষ্ঠাগত। গনগনে রোদের তেজে তেতেপুড়ে যাচ্ছে ত্বক। কালচে দাগছোপ পড়ছে। রোজ যদি বাইরে বেরোতে হয় তা হলে দেখবেন, হাত বা মুখের যে অংশটাতে রোদ বেশি লাগছে সেখানেই ছোট ছোট ফুসকুড়ি বা র‍্যাশ হচ্ছে।

Advertisement

অনেকের আবার অ্যালার্জি জনিত কারণে রোদে বার হলেই ত্বকে লালচে দাগ হয়ে যায়। রোদে ত্বকের রং কালচে হয়ে গেলে আমরা তাকে বলি ‘সানবার্ন’। ত্বক চিকিৎসকেরা বলছেন, তার থেকেও ভয়ঙ্কর ত্বকের রোগ হতে পারে। সূর্যের অতিবেগনি রশ্মির কারণে ত্বকের মেলানিন রঞ্জকেরই তারতম্য হয়ে যেতে পারে।

ত্বক চিকিৎসকেদের মতে, সকলের ত্বক সমান হয় না। তাই সূর্য রশ্মি ত্বকে লাগলে তার বিভিন্ন রকম প্রভাব হতে পারে। অতিবেগুনি রশ্মি ত্বকের সংক্রমণ ঘটায় অনেকের। অত্যধিক মেলানিন তৈরি হতে থাকে, তখন ত্বকের রং গাঢ় হয়ে যায়। ত্বকের রং বদলে যাওয়ার পোশাকি নামই হল 'পিগমেন্টেশন'। ত্বকের রং যখন গাঢ় হতে শুরু করে, তাকে বলে 'হাইপার-পিগমেন্টেশন'। তা গোটা শরীরে ছড়াতে পারে কিংবা হতে পারে কোনও নির্দিষ্ট অংশে। শরীরের যে অংশ খোলা থাকে (যেমন মুখ, গলা, হাত, কাঁধ, ঘাড় ইত্যাদি), সেখানেই হতে পারে পিগমেন্টেশন। তবে সানট্যানের সঙ্গে কিন্তু পিগমেন্টেশনের পার্থক্য রয়েছে। অনেকক্ষণ সূর্যের প্রখর রোদে থেকে গোটা শরীরে কালচে ভাব দেখা দিলে, তাকে সানবার্ন বা সানট্যান বলে। আর পিগমেন্টেশনের ফলে স্পষ্ট হয়ে ওঠে প্রতিটি রোমকূপ।

Advertisement

দাগছোপ তোলার ঘরোয়া উপায় কী কী?

১) এক কাপ পরিষ্কার জলে এক চা চামচ আপেল সাইডার ভিনিগার মিশিয়ে মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন। ত্বকের যে জায়গায় কালচে দাগ পড়ে গিয়েছে সেখানে নিয়ম করে ভিনিগার মেশানো জল স্প্রে করুন। কিছু দিনেই দাগ উঠে যাবে।

২) শশা ও লেবু দু'টিই ত্বক ব্লিচ করার জন্য ভাল। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শশার রস, এক টেবিল চামচ লেবুর রস, ও এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলো দিয়ে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। যখনই রোদে বেরোবেন বাড়ি ফিরে এই প্যাকটি মাখতে পারেন।

৩) পেঁপে ত্বকের পোড়া ভাব তোলার জন্য খুবই উপকারী। অন্য দিকে মধু ত্বক কোমল ও মসৃণ করতে সাহায্য করে। আধ কাপ পাকা পেঁপে চটকে নিয়ে এক টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

৪) অ্যালো ভেরা ত্বকের জন্য ভাল। রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালো ভেরার জেল (কৃত্রিম প্রসাধনী নয়, গাছের পাতা কেটে সরাসরি বার করে আনা শাঁস) দাগছোপেরে উপর লাগিয়ে রাখতে হবে কিছু ক্ষণ। মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলতে হবে ঈষদুষ্ণ জলে।

৫) দুধের সঙ্গে হলুদ মিশিয়ে মুখে মাখলেও দাগছোপ কমতে পারে। ‘আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি’ জার্নালে বলা হয়েছে, পিগমেন্টেশনের সমস্যার সমাধান করতে হলুদই সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে।

এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। সকলের ত্বক সমান নয়। স্পর্শকাতর ত্বক হলে সহজেই অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তাই ত্বকের দাগছোপ বা ক্ষতের দাগ দূর করতে কী মাখবেন আর কী নয়, তা ত্বক চিকিৎসকের থেকে জেনে নেওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement