সকালে ঝকঝকে ত্বক পেতে রাতে কোন মাস্ক মাখবেন? ছবি: সংগৃহীত।
দিনভর ধুলো ময়লা লাগে মুখে। রোদের তাপে ত্বকের ক্ষতিও হয়। সেই ক্ষতিপূরণের সময়ই হল রাত। রাতে ঘুমের সময় শরীর যখন বিশ্রাম পায়, কোষও পুনরুজ্জীবিত হয়। ঠিক সেই কারণে রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করা যেমন জরুরি, তেমনই গুরুত্বপূর্ণ হল ত্বকের প্রয়োজনীয় পরিচর্যা। ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং করা দরকার নিয়মিত। তবে ত্বককে আরও একটু ভাল রাখতে হলে মাস্ক ব্যবহার করতে পারেন। গভীরে গিয়ে ত্বককে আর্দ্রতা জোগাতে, ত্বক টানটান রাখতে এবং ঔজ্জ্বল্য বজায় রাখতে তা কাজ করে।
রাতের মাস্কটি কেমন হবে, কী ভাবেই বা বানাবেন?
কিছু মাস্ক যেমন মেখে মিনিট পনেরো রাখার পর ত্বকে টান ধরলেই ধুয়ে ফেলতে হয়, কিছু মাস্ক রাখা যায় রাতভরও। ক্রিমের মতো মেখে নিলেই চলে। ময়েশ্চরাইজ়ার মেখে রাতে ঘুমোন। বদলে এটি মাখলেও ত্বক ভাল থাকবে।
কাঠবাদামের তেল এবং অ্যালো ভেরা মাস্ক: কাঠ বাদামের তেলে রয়েছে ভিটামিন এবং খনিজ। অ্যালো ভেরা প্রদাহ কমাতে সাহায্য করে। মুখে মাখলে, আরাম বোধ হয়। বিশেষত রোদের তাপে ত্বকে জ্বালা হলে অ্যালো ভেরার প্রলেপ স্বস্তি দেয়। ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ কাঠবাদামের তেল মিশিয়ে নিন। বিশেষত যাঁদের ত্বক রুক্ষ, মুখে বলিরেখা পড়া শুরু হয়েছে, তাঁদের জন্য এটি দারুণ উপকারী। ক্লিনজ়িং-এর পর পরিষ্কার মুখে তা মাখতে হবে। আলতো করে মাসাজ করে ঘুমিয়ে পড়ুন। সপ্তাহে ২-৩ দিন লাগালেই ফল মিলবে।
অ্যালো ভেরা এবং ভিটামিন ই: ত্বক টানটান রাখতে ভিটামিন ই খুবই কাজের। ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে ভিতরের তরল মিশিয়ে নিন। পরিষ্কার মুখে তা মাসাজ় করে ঘুমিয়ে পড়ুন। মাসখানেক মাখলেই ত্বক হবে দাগছোপহীন, উজ্জ্বল। ক্রমশ মিলিয়ে যাবে বলিরেখা।