Dark Elbow Tips

কনুইয়ের ত্বক খসখসে হয়ে কালচে হয়ে যাচ্ছে? ৩টি উপায়ে তেলা এবং নরম হতে পারে

যত্নের অভাবে, আর্দ্রতার অভাবে শুষ্ক হয়ে খসখসে হয়ে গেল কনুইয়ের ত্বক। তারপর সেখানে কালচে ছোপও ধরতে শুরু করল। হাত দেখতে লাগল বয়স্কদের মতো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ২০:৫৫
Share:

ছবি : সংগৃহীত।

মুখ-হাতের ত্বকের যত্ন নিলেন। কিন্তু ভুলে গেলেন কনুইয়ের ত্বক। ফলে ক্রমে সেখানকার ত্বক যত্নের অভাবে, আর্দ্রতার অভাবে শুষ্ক হয়ে খসখসে হয়ে গেল। তারপর সেখানে কালচে ছোপও ধরতে শুরু করল। হাত দেখতে লাগল বয়স্কদের মতো। এই সমস্যার সমাধান হতে পারে। তবে নিয়মিত তা করে যেতে হবে।

Advertisement

১. লেবু ও চিনি

একটি লেবু অর্ধেক করে কেটে তার ওপর সামান্য চিনি ছিটিয়ে দিন। এবার ৫-৭ মিনিট কনুইতে হালকাভাবে ঘষুন। সপ্তাহে ২-৩ দিন এটি করলে কালচে ভাব দ্রুত কমে যাবে।লেবুতে থাকা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ত্বক উজ্জ্বল করে এবং চিনি মৃত কোষ দূর করতে সাহায্য করে।

Advertisement

২. নারকেল তেল বা অলিভ অয়েল ও মধু

১ চা-চামচ তেলের সঙ্গে সামান্য মধু মিশিয়ে রাতে ঘুমনোর আগে কনুইতে ভাল করে মাসাজ করুন। এটি ত্বককে ভেতর থেকে হাইড্রেট করবে এবং খসখসে ভাব দূর করবে।শুষ্ক ভাব রোধ করতে ত্বকের আর্দ্রতা বজায় রাখা খুব জরুরি। নারকেল তেল বা অলিভ অয়েলে থাকা ভিটামিন ই ত্বককে নরম রাখে।

৩. বেকিং সোডা ও দুধ

১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে পরিমাণমতো দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি কনুইতে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন এবং শুকিয়ে গেলে হালকা ঘষে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করা যেতে পারে।বেকিং সোডা ত্বক পরিষ্কার করে এবং দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বককে কোমল ও উজ্জ্বল করতে সাহায্য করে।

সতর্কতা

স্নানের পর নিয়মিত কনুইতে ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। রোদে বেরোনোর সময় কনুইতেও সানস্ক্রিন লাগাতে ভুলবেন না, কারণ সূর্যের আলো কালচে ভাব বাড়িয়ে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement