Eyebrow Oiling

ভরাট, ঘন ভ্রুর স্বপ্ন পূরণ করতে পারে মাত্র তিনটি তেলই! কোনটি কী ভাবে মাখবেন জেনে নিন

পাতলা ভ্রুকে ঘন এবং ভরাট করে তুলতে চান? নিয়মিত তেল মাখলে ভ্রুর রোমের গোড়া পুষ্টি পায়। কোন তেলের কী উপকার, কী ভাবে ব্যবহার করলে ফল দ্রুত চোখে পড়ে, বিশদ জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৪:২৩
Share:

ঘন ভ্রু পাওয়ার কৌশল। ছবি: এআই সহায়তায় প্রণীত।

‘‘ইস, যদি আরও ভরাট হত আমার ভ্রু জোড়া, কী ভাল দেখাত’’, ভ্রু প্লাক করতে গিয়ে বা মেকআপ করার সময়ে এমন মনে হয় কি? নিজের পাতলা ভ্রু নিয়ে মন খারাপ হয়? যেন অধরা কোনও স্বপ্ন। তা হলে জেনে রাখুন, যত্ন নিলে ফল মিলতে পারে। তা-ও বিনা পরিশ্রমে। কেবল তেল মালিশ করলেই পাতলা ভ্রুয়ে গজাতে পারে নতুন রোম।

Advertisement

সঠিক নিয়মে তেল নিয়মিত মাখলে ভ্রুর রোমের গোড়া পুষ্টি পায়, রক্তসঞ্চালন বাড়ে, ভাঙন ধরার প্রবণতা কমে এবং নতুন রোম গজায়। কোন তেলের কী উপকার, কী ভাবে ব্যবহার করলে ফল দ্রুত দেখা যায়, বিশদ জেনে নিন।

ঘন, ভরাট ভ্রুয়ের শখ? ছবি: সংগৃহীত।

ক্যাস্টর অয়েল

Advertisement

ক্যাস্টর অয়েল ভ্রুর রোমকে ঘন করে, গোড়া শক্ত করে এবং ভাঙন ধরার প্রবণতা কমায়। নিয়মিত মাখলে ভ্রু আরও ভরাট হয়। রাতে ভ্রু জল দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। একটি পরিষ্কার তুলো বা বাড নিয়ে সামান্য ক্যাস্টর অয়েল লাগিয়ে নিন। আলতো করে গোল করে মালিশ করুন এবং সারা রাত রেখে দিন, যাতে তেল পুরোপুরি শোষিত হয়।

নারকেল তেল

নারকেল তেল ভ্রুর চুলের ভিতরে গভীরে গিয়ে পুষ্টি জোগায়। প্রোটিনের ক্ষয় রোধ করে রুক্ষতা কমায়। ভ্রুর চারপাশে খুশকি থাকলে তা-ও কমে যায়। আঙুলে একফোঁটা তেল নিয়ে ভ্রুয়ে আলতো করে লাগিয়ে নিন এবং গোল করে মালিশ করুন। রাতে লাগালে বেশি ফল মিলবে। চাইলে সকালে জল দিয়ে ধুয়ে নেওয়া যায়।

আমন্ড অয়েল

আমন্ড অয়েলে থাকে ভিটামিন এ, বি এবং ই, যা চুলের গোড়াকে ভিতর থেকে পুষ্ট করে। এতে ভ্রুর রোম ঝরে পড়া কমে, ঘনত্ব বাড়ে এবং ফাঁকা জায়গায় নতুন রোম জন্মায়। প্রতি দিন ভ্রুতে সামান্য আমন্ড অয়েল লাগিয়ে দু’মিনিট মালিশ করুন। কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন নজরে আসবে।

ইচ্ছে হলে ক্যাস্টর, নারকেল ও আমন্ড, তিন তেলই অল্প অল্প করে নিয়ে একটি মিশ্রণ বানাতে পারেন। এতে পুষ্টি আরও বাড়বে এবং ফল দ্রুত দেখা যাবে।

কী ভাবে তেল মাখলে সবচেয়ে ভাল ফল মিলবে?

ভ্রু থেকে মেকআপ ও ময়লা পরিষ্কার করে ফেলুন। এ বার তুলো বা আঙুল ব্যবহার করে অল্প তেল মেখে নিন। হাতের আলতো চাপে গোল করে মালিশ করতে থাকুন, এতে রক্তসঞ্চালন বাড়ে। ভারী তেল হলে খানিক ক্ষণ রেখে তুলে ফেলুন। হালকা তেল রাতভর রেখে সকালে ধুয়ে ফেলুন। নিয়মিত যত্ন নিলে স্বাভাবিক ভাবেই ভ্রু হবে ঘন, মজবুত ও ভরাট।

নিয়মিত রূপচর্চার এই অভ্য়াস মেনে চললে ৪-৬ সপ্তাহের মধ্যেই অল্পবিস্তর পরিবর্তন নজরে আসতে পারে। তবে সবচেয়ে ভাল ফল পেতে ২-৩ মাস ধৈর্য ধরতে হবে। রোম গজানোর ধরন ব্যক্তিভেদে ভিন্ন, তার উপরও এই সময়টি খানিক নির্ভর করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement