dandruff prevention tips

কর্পূর দিয়েই গায়েব হবে খুশকি! কী ভাবে ব্যবহার করলে দ্রুত নিস্তার লাভ সম্ভব?

পুজো-অর্চনায় কাজে প্রায়শই কর্পূ্রের ব্যবহার হয়। অনেক সময়ে আবার বাড়িতে পোকামাকড়ের উপদ্রব হলেও কর্পূরের খোঁজ পড়ে। খুশকি দূর করতেও কিন্তু কর্পূর ব্যবহার করতে পারেন। জেনে নিন, কী ভাবে পুজোর উপকরণটি মাথায় মাখলে খুশকির সমস্যা দূর হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৯:৩৫
Share:

কর্পূর ব্যবহার করেই কমবে খুশকি। ছবি: শাটারস্টক।

খুশকি শুধু অস্বস্তিকর নয়, বিরক্তিকরও বটে। যখন তখন মাথা চুলকানো সমস্যা আছেই, তার উপর সেজেগুজে কোথাও যাওয়ার পর যদি জামার উপর সাদা গুঁড়োর মতো খুশকি ছড়িয়ে থাকে, তখন রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়। খুশকির সমস্যায় যাঁরা জেরবার তাঁরা বলবেন, খুশকি তাড়ানো সহজ নয়। বাজারচলতি তেল, শ্যাম্পু যতই থাকুক না কেন, কোনওটাই স্থায়ী সমাধান করতে পারে না। তবে এই গুরুতর সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে রয়েছে আপনার ঠাকুরঘরেই। পুজো-অর্চনায় কাজে প্রায়শই কর্পূরের ব্যবহার করি। অনেক সময়ে আবার বাড়িতে পোকামাকড়ের উপদ্রব হলেও কর্পূরের খোঁজ পড়ে। খুশকি দূর করতেও কিন্তু কর্পূর ব্যবহার করতে পারেন। জেনে নিন, কী ভাবে পুজোর উপকরণটি মাথায় মাখলে খুশকির সমস্যা দূর হবে।

Advertisement

ক্যাস্টর অয়েলের সঙ্গে

খুশকির সমস্যা সমাধানে কর্পূরের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। তবে মাথার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়, সে ক্ষেত্রে ক্যাস্টর অয়েল না মাখাই ভাল।

Advertisement

নারকেল তেলের সঙ্গে

ছোট একটি পাত্রে প্রয়োজন মতো নারকেল তেল নিন। হালকা গরম করে তার মধ্যে এক চিমটে কর্পূরের গুঁড়ো দিন। ভাল করে মিশিয়ে ওই তেল মাথায় মেখে রাখুন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে ফেলুন। এই টোটকায় খুশকির বাড়বাড়ন্ত অনেকটা কমবে।

অলিভ অয়েলের সঙ্গে

কর্পূরের সঙ্গে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। একই ভাবে অলিভ অয়েল হালকা গরম করে তার সঙ্গে এক চিমটে কর্পূর মিশিয়ে নিন। মাথায় তা মেখে রেখে দিন কিছু ক্ষণ। তার পর শ্যাম্পু করে ফেলুন। চুল পড়া এবং খুশকি— দুই-ই কমবে। মাথার শুষ্ক ত্বক কিংবা রুক্ষ চুলের জন্য এই টোটকা দারুণ কাজের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement