Moong Dal for Skin

মুখের রোম তোলা থেকে ট্যান দূর করা, ত্বকের ৫ সমস্যার সমাধান করতে পারে অঙ্কুরিত মুগ

ত্বকের পরিচর্যায় বাজারচলতি প্রসাধনীর চেয়ে ভাল সবুজ মুগ। মুখের রোম তোলা থেকে শুরু করে ত্বকের বলিরেখা দূর করা— কোন পাঁচ কাজে অঙ্কুরিত মুগ ব্যবহার করা যায় ও কী ভাবে, তা জেনে রাখা ভাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৮:১৬
Share:

মুখের রোম তোলা থেকে শুরু করে ত্বকের বলিরেখা দূর করা, কোন ৫ কাজে ব্যবহার করবেন সবুজ মুগ। ছবি: ফ্রিপিক।

কল ওঠা সবুজ মুগ কেবল স্যালাডেই লাগে না, অঙ্কুরিত মুগ ত্বকের যে কোনও সমস্যার সমাধানও করতে পারে। অঙ্কুরিত মুগে রয়েছে ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্টের মতো স্বাস্থ্যকর উপাদান, যা পেট ভাল রাখে, হজমশক্তি বাড়ায়, ওজন কমায়, পাশাপাশি ত্বকের পরিচর্যাতেও বিশেষ ভূমিকা নেয়। মুখের রোম তোলা থেকে শুরু করে ত্বকের ট্যান দূর করা— কোন পাঁচ কাজে অঙ্কুরিত মুগ ব্যবহার করা যায় ও কী ভাবে, তা জেনে রাখা ভাল।

Advertisement

মুখের রোম তোলা

গাল, ঠোঁটের উপরের জায়গা, কপাল, থুতনির রোম তোলার জন্য ওয়্যাক্সিং বা থ্রেডিং করানোর প্রয়োজন নেই। অঙ্কুরিত মুগেই তা সম্ভব।

Advertisement

পদ্ধতি: ১০০ গ্রামের মতো সবুজ মুগ সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সেটি ভাল করে পিষে নিয়ে তার সঙ্গে ২ চা-চামচ চন্দনের গুঁড়ো ও দুধ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই ফেস স্ক্রাব মুখে মালিশ করে ১০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে। কেবল মুখের রোম তোলাই নয়, মৃতকোষ দূর করে ত্বকের জেল্লা ফেরানোর কাজও করবে এই স্ক্রাব।

ট্যান দূর করা

রোদে পুড়ে ত্বকে কালচে দাগছোপ হলে বাজারচলতি ডি-ট্যান ক্রিম বা ফেশিয়াল করানোর দরকার নেই। সবুজ মুগেই যে কোনও দাগছোপ উঠে যাবে।

পদ্ধতি: আধ কাপের মতো সবুজ মুগ সারা রাত ভিজিয়ে রেখে তা ভাল করে পেস্ট করে নিতে হবে। এর সঙ্গে এক চামচ দই মিশিয়ে মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এই প্যাক মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তার পর ময়েশ্চারাইজ়ার মেখে নিলেই ত্বক চকচকে দেখাবে।

ব্রণর সমস্যায়

ব্রণ-ফুস্কুড়ি বা র‌্যাশের সমস্যারও সমাধান করতে পারে সুবজ মুগ। উন্মুক্ত রন্ধ্রের সমস্যা দূর করতেও এর জুড়ি মেলা ভার।

পদ্ধতি: আধ কাপ মুগ ডাল ভিজিয়ে রেখে ভাল করে পিষে নিতে হবে। এ বার তার সঙ্গে ঘি মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে। এই প্যাক সপ্তাহে তিন দিন মাখলে ব্রণর সমস্যা দূর হবে।

শুষ্ক ত্বকের সমস্যায়

ত্বক খুব শুষ্ক ও খসখসে হয়ে গেলে বাজারচলতি ক্রিম নয়, বদলে ব্যবহার করতে পারেন অঙ্কুরিত মুগ। সবুজ মুগ ত্বকের কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেবে।

পদ্ধতি: ২ চা-চামচ সবুজ মুগ সারা রাত ভিজিয়ে রেখে ভাল করে নিষে নিতে হবে। এর সঙ্গে দুধ বা অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে মাখলেই ত্বক নরম ও মসৃণ থাকবে। সপ্তাহে দু’দিন ব্যবহার করতে পারেন এই প্যাক

ত্বকের জেল্লা ফেরাতে

মুগ ডালে আছে ভিটামিন এ ও সি যা ত্বকের বলিরেখার সমস্যা দূর করতে পারে। ত্বকের জেল্লা ফেরাতে যে কোনও রাসায়নিক দেওয়া প্রসাধনীর চেয়ে অনেক গুণে ভাল অঙ্কুরিত মুগ।

পদ্ধতি: ৫০ গ্রামের মতো মুগ ভিজিয়ে রেখে পিষে নিতে হবে। এর সঙ্গে এক চামচ মধু ও এক চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই ত্বক টানটান হবে। ত্বকের তারুণ্য ধরে রাখতে এই প্যাক ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement